চলতি মাসেই ভোটগ্রহণ হবে উপনির্বাচন কেন্দ্র ভবানীপুর এবং সাধারণ নির্বাচন হবে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে। কোমর বেঁধে প্রচার সারছেন রাজনৈতিক দলগুলি। প্রচারের কাজেই আজ সামশেরগঞ্জে উপস্থিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিনের ভোট প্রচারে কেন্দ্রের বিজেপিকে সরকারকে নজিরবিহীনভাবে আক্রমণ করেন তিনি। কয়লা কাণ্ডে তাঁকে এবং তাঁর স্ত্রী রুজিরা ব্যানার্জিকে ED-র তলব প্রসঙ্গে এদিন কেন্দ্রের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকার সম্পর্কে এদিন তিনি সুর চরিয়ে বলেন, “বিজেপির দুই ভাই ED এবং CBI”। এদিনের প্রচারে কার্যত বিজেপির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, “ এবার ত্রিপুরাতে বিজেপি হারছে তৃণমূল জিতছে। যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে লড়বে তৃণমূল”। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কণ্ঠে জানান, “ED-CBI-কে দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। তৃণমূল বিশুদ্ধ লোহা”। বলাই বাহুল্য, ২১’এর বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। এবার তাঁদের টার্গেট ২৪’এর লোকসভা নির্বাচন। এই বিষয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিজেপি-বিরোধী দলগুলির সাথে যোগাযোগ তৈরি করছে তৃণমূল। তবে বিরোধীদের সাথে ব্যাটেলিয়ন তৈরি করলেও ক্যাপ্টেন্সি নিজের হাতেই রাখতে চাইছে ঘাসফুল শিবির। আজ সামশেরগঞ্জে অভিষেকের বক্তব্য থেকে যা আরো একবার স্পষ্ট হল। তাঁর কথায়, “কংগ্রেসকে দিয়ে হবে না, তৃণমূলই পারে দিল্লীতে বিজেপিকে উৎখাত করতে”।
By-Election: আক্রমণ অভিষেকের, ED এবং CBI বিজেপির দুই ভাই
Published By: Khabar India Online |
Published On: