Sourav-Darshana: সৌরভ-দর্শনার ‘অল্প হলেও সত্যি’ পুজোর পর

Published By: Khabar India Online | Published On:

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহের দরজা অবশেষে ৫০ শতাংশ লোকজন আর করোনা বিধিনিষেধ মেনে খুলেছে সিনেমা হলের দরজা। ৫০ শতাংশ হলেও লাভের মুখ দেখছে সকলেই। অন্যদিকে ইতিমধ্যেই দুর্গাপুজোয় আসতে চলেছে বেশ কয়েকটি বিগ বাজেটের বাংলা সিনেমা। তবে দুর্গা পুজোর পর মাঠে স্বমহিমায় নামছে ” রূপ প্রোডাকশন এন্ড এন্টারটেইনমেন্ট “। নতুন ছবির নাম ‘ অল্প হলেও সত্যি’। এই প্রথমবার পরিচালক হিসেবে কাজ করছেন সৌম্যজিৎ আদক। তবে এর আগে বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং অ্যাড ফিল্মে কাজ করেছেন তিনি। আর প্রথমবার রুপোলি পর্দায় জুটি হিসেবে দেখা যাবে অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বনিককে। জুন মাসেই জানা গিয়েছিল নতুন ওয়েব সিরিজ ‘অল্প হলেও সত্যি’তে এরা জুটিতে কাজ করবে বাংলা ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম চর্চিত ও বিতর্কিত নায়ক সৌরভ দাস ও দর্শনা বনিকক। কিন্তু দুর্গা পুজোর আগেই বড় চমক দিল এই প্রযোজনা সংস্থা। সূত্র থেকে জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ হিসাবে নয় বরং পরিচালক সৌমজিত আদকের ‘অল্প হলেও সত্যি’ ছবির আকারে মুক্তি পাবে সেলুলয়েড পর্দায়। সোমবার নবাগত পরিচালক সৌম্যজিৎের জন্মদিন৷ আর নিজের জন্মদিনের দিন এই সুখবরটি সকল অনুগামীদের সাথে ভাগ করে নিয়েছেন পরিচালক। শুধু তাই নয়, এদিন মুক্তি পেয়েছে ছবির লোগো পোস্টার। পুজোর পরই রুপোলি পর্দায় মুক্তি পাবে ‘অল্প হলেও সত্যি’ । উল্লেখ্য এই সিরিজে প্রথমে সৌরভ দাসের সঙ্গে স্বস্তিকা দত্তর জুটি বেঁধে অভিনয় করার কথা ছিল। তবে ব্যস্ত শিডিউল আর ধারাবাহিকে অভিনয় করার জেরে শেষ মুহূর্তে সরে দাঁড়াতে বাধ্য হন স্বস্তিকা।

আরও পড়ুন -  Jio নতুন বছরের আগে ধামাকাদার অফার আনলো, ২০২৫ টাকার রিচার্জে পেয়ে যান আকর্ষণীয় সুবিধা

সৌরভ -দর্শনা এই জুটিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহী সকলে। এই দুজন ছাড়াও অভিনয় করছেন ঋষভ বসু ,সৃজনী মিত্র সহ আরও অনেকে। অনেকের প্রশ্ন ‘অল্প হলেও সত্যি’ ওয়েব সিরিজের বদলে কেন বড় পর্দায় মুক্তি পাবে ’? সৌমজিৎ এক সংবাদমাধ্যমে জানালেন, এই গল্পটি যখন বানানোর কথা হয়, তখনও তো সিনেমা হল বন্ধ ছিল। তাই গল্পটি মুক্তির উপায় ছিল ওটিটি প্ল্যাটফর্ম। আর এখন সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা শুনেছবির নির্মাণে গোটা প্রযোজনা সংস্থা খুশি। করোনা পরিস্থিতি অনেকেটা স্বাভাবিক হয়েছে। সেই কারণেই এটিকে বড় পর্দায় আনার সিদ্ধান্ত’।

আরও পড়ুন -  শিয়ালদহ লোকাল ট্রেনে বড় সুখবর, ভিড় কমাতে আসছে একাধিক আধুনিক সুবিধা