Metro Rail: শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য মেট্রো রেল শনিবার ২১৪টি এবং রবিবার ১২০টি ট্রেন চালাবে

Published By: Khabar India Online | Published On:

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে মেট্রো রেল শনিবার ১৭৮টির পরিবর্তে ২১৪টি ট্রেন চালাবে। সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য এই পরিষেবা মিলবে। এরমধ্যে আপ ও ডাউন মিলিয়ে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ১৫১টি ট্রেন চলবে। সকালের গুরুত্বপূর্ণ সময়ে ৯টা থেকে বেলা ১১.২০ পর্যন্ত আপের দিকে এবং ৯টা ১ থেকে ১১.২১ পর্যন্ত ডাউনের দিকে ৭ মিনিট অন্তর মেট্রো চলবে।

আরও পড়ুন -  একগুচ্ছ বাড়তি মেট্রো ভাইফোঁটায়, জানিয়ে দিল মেট্রো রেলওয়ে

সন্ধ্যেবেলায় গুরুত্বপূর্ণ সময়ে বিকেল ৪.৪০ থেকে সন্ধ্যে ৭.২৮ পর্যন্ত আপের দিকে এবং বিকেল ৪.৪১ থেকে রাত ৮টা ৪ পর্যন্ত ডাউনের দিকে ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে রবিবার আপ ও ডাউন মিলিয়ে ১১৬টির পরিবর্তে ১২০টি মেট্রো রেল চলবে। শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্যই এই পরিষেবা চালু থাকবে। এরমধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন মিলিয়ে ১১৬টি ট্রেন চলবে। শনিবার দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল সাড়ে ৭টায় প্রথম মেট্রো পরিষেবা চালু হবে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯.১৮, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯.৩০ মিনিটে শেষ মেট্রো ছাড়বে।

আরও পড়ুন -  মাস্ক ব্যবহার ছাড়া মেট্রোয় উঠতে দেওয়া হবে না

রবিবার দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সকাল ১০টায় প্রথম ট্রেন পরিষেবা চালু হবে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রাত ৯.১৮ এবং দমদম থেকে কবি সুভাষ ও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রাত ৯.৩০ মিনিটে শেষ মেট্রো পরিষেবা মিলবে।

আরও পড়ুন -  Bhojpuri Video: নিরহুয়া এতটাই আকুল হলেন আম্রপালির প্রেম পাওয়ার জন্য, সব সীমা ভেঙে দিলেন

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবায় কোনো পরিবর্তন করা হয়নি। টোকেন দেওয়া হবে না। যাত্রী সাধারণকে মেট্রো চত্ত্বরে সামাজিক দূরত্ববিধি ও অন্যান্য কোভিড নিয়ম মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।