Flyover: এক মাস ধরে বন্ধ থাকার পর, এবার ফ্লাইওভার খোলা হবে

Published By: Khabar India Online | Published On:

টানা এক মাস ধরে বন্ধ থাকার পর আগামী 26 শে সেপ্টেম্বর ইংরেজবাজার শহরের রথবাড়ি ফ্লাইওভার খোলা হবে এমনটাই জানালেন জেলা প্রশাসন সম্প্রীতি রথবাড়ি ফ্লাইওভারের ব্রিজের সংস্কারের জন্য 25 আগস্ট থেকে ফ্লাইওভার বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা প্রশাসন নির্দেশ অনুসারে ব্রিজের সংস্কারের কাজ শুরু করা হয়েছিল অবশেষে আগামী 26 শে সেপ্টেম্বর রথবাড়ি ফ্লাইওভার খোলার নির্দেশ দিল জেলা প্রশাসন ফ্লাইওভার ব্রিজ বন্ধ থাকায় চরম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ইংরেজবাজার শহরের রেল লাইনের ওপারের বেশকিছু ওয়ার্ডের পৌর নাগরিকদের পাশাপাশি মালদা জেলার মানিকচক অমৃতি শোভানগর এলাকার লোকজনদেরকে চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল ফ্লাইওভার বন্ধ থাকার ফলে চলাচলের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন রেললাইন পারাপার করতে হয়েছিল পথ চলতি মানুষদের অবশেষে তার অবসান ঘটল মালদা শহর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রায় জানান 26 সেপ্টেম্বর থেকে রথবাড়ি ফ্লাইওভার খোলা হবে আপাতত হাফ খোলা হবে এর উপর দিয়েই গাড়ি চলাচল করতে পারবে পুরোপুরি ফ্লাইওভারের 28 শে সেপ্টেম্বর থেকে খোলা হবে

আরও পড়ুন -  সবুজ মেরুনের জয়