উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণ

Published By: Khabar India Online | Published On:

পঞ্চদশ ভারত-নেপাল যুগ্ম ব্যাটেলিয়ান আজ উত্তরাখন্ডের পিথরাগড়ে ভারত-নেপাল যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া সূর্য কিরণের সূচনা করেছে। মহড়ায় ভারতীয় সেনাবাহিনী ও নেপালী সেনাবাহিনীর একটি করে ইনফ্যানট্রি ব্যাটেলিয়ান অংশ নিয়েছে। প্রশিক্ষণে সন্ত্রাসবাদ ও বিপর্যয় মোকাবিলায় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। চিরাচরিত প্রথা অনুযায়ী ভারতীয় ও নেপালী সেনাবাহিনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে প্রশিক্ষণ শুরু হয়। সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় প্রধান লেফ্টেন্যান্ট জেনারেল এসএস মহাল প্রশিক্ষণরত সকলককে এই মহড়ায় স্বাগত জানান এবং নিজেদের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলি ভাগ করে নেওয়ার পরামর্শ দেন। শনিবার পিথোরাগড়ে নেপালী সেনাবাহিনীর সদস্যরা এসে পৌঁছালে তাদের স্বাগত জানানো হয়। দুই বাহিনীর ৬৫০ জন সদস্য মহড়ায় যোগ দিয়েছেন। সূত্রঃ পিআইবি।

আরও পড়ুন -  রাতেই ইস্তফা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত, তিন মাস মুখ্যমন্ত্রী ছিলেন