Durga Puja: সাবর্ণা রায় চৌধুরী পরিবার

Published By: Khabar India Online | Published On:

সাবর্ণা রায় চৌধুরী পরিবার
এই পরিবার থেকেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 17 তম শতাব্দীতে সুতানুটি, গোবিন্দপুর এবং কালকাতা তিনটি গ্রাম অধিগ্রহণ করে যা পরবর্তীকালে এটিকে কলকাতা (বর্তমানে কলকাতা) নামে পরিচিত করে তোলে।

আরও পড়ুন -  New Vande Bharat Route: বন্দে ভারত ট্রেন পেতে চলেছে দেশ ৩ টি, আপনার শহর দিয়ে যাবে নাকি জেনে নিন
সাবর্ণা রায় চৌধুরী পরিবার এর দুর্গাপুজো।পরিবারটি তখন থেকেই শাখা প্রশাখা করেছে, প্রতিটি শাখা তাদের নিজস্ব দুর্গাপূজা উদযাপনের সাথে। তবে সবচেয়ে বিখ্যাত হল পরিবারের আটচালা পুজো 1610 সালের। শহরের দক্ষিণাংশে বরিশায় অবস্থিত, পুজোটি ‘দুর্গা দালানে’ সীমানা চিহ্নিত করে দুটি সারি সুদৃশ্য কলাম সহ অনুষ্ঠিত হয়।

 

আরও পড়ুন -  Gold Price Today: সোনার দাম স্থিতিশীল, লক্ষ্মীবারের সকালের বাজার