ভবানীপুর থেকেই শুরু করবেন প্রচারের কাজ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়

Published By: Khabar India Online | Published On:

উপনির্বাচন হতে চলেছে ভবানীপুর কেন্দ্রে, অপরদিকে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে হতে চলেছে সাধারণ নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। চলতি সপ্তাহ থেকেই প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। ২১’এর নির্বাচনে বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকারের স্বপ্নভঙ্গ করার পর এবারেও তাঁর উপরেই ভরসা করতে চাইছে তৃণমূল। তাঁর নেতৃত্বেই বাজিমাত করার পরিকল্পনা রয়েছে ঘাসফুল শিবিরের। সূত্রের খবর, আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে প্রচারের কাজে নামছেন অভিষেক।

আরও পড়ুন -  শীতলা মায়ের বাৎসরিক উৎসবের সূচনা করলেন মন্ত্রী অরূপ রায়

যেখানে তৃণমূল প্রার্থী খোদ মমতা বন্দোপাধ্যায়। জানা গিয়েছে, প্রথমেই ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে তৃণমূল সুপ্রিমোর হয়ে প্রচার সারবেন তিনি। তারপর ২৩শে সেপ্টেম্বর মুর্শিদাবাদের দুই নির্বাচন কেন্দ্র সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রচার কাজ সারবেন। এরপর ২৫ এবং ২৬ তারিখ ফের ভবানীপুরে প্রচার কর্মসূচী রয়েছে তাঁর। আসন্ন নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। কারণ, সেখানে তৃণমূলের তরফে প্রার্থী হিসেবে রয়েছেন খোদ মমতা বন্দোপাধ্যায়। অপরদিকে তাঁর সাথে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

আরও পড়ুন -  Web Series: ফুলশয্যার দিনে এই ঘটনা ঘটলো, ওয়েব সিরিজটি গোপনে দেখতে হবে