অভিনেতা প্রভুদেবা, আর পরিচালনা করবেন না

Published By: Khabar India Online | Published On:

অনেক জনপ্রিয় সিনেমা পরিচালনা করেছেন অভিনেতা-কোরিওগ্রাফার ও নির্মাতা প্রভু দেবা। তবে শোনা যাচ্ছে, আপাতত তিনি আর সিনেমা পরিচালনা করবেন না। ‘ওয়ান্টেড’, ‘রাউডি রাঠোর’, ‘সিং ইজ ব্লিং’ও প্রভৃতি সিনেমায় ক্যামেরার পেছনে নিজের দক্ষতা দেখিয়েছেন প্রভুদেবা। কিন্তু তার সর্বশেষ পরিচালিত ‘দাবাং-থ্রি’ ও ‘রাধে ইয়োর মোস্ট ওয়ন্টেড ভাই’ সিনেমা দু’টি খুব বেশি সাড়া ফেলতে পারেনি। তাই পরিচালকের চেয়ারে না বসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন -  আজীবন নিষিদ্ধ ফকনার, পিএসএলে

প্রভুদেবা পরিচালিত প্রথম সিনেমা ‘নুবোসতোনাতে নেনোদ্দানতানা’। তেলেগু ভাষার এই সিনেমা মুক্তি পায় ২০০৫ সালে।

জানা গেছে, এখন অভিনয়ের বিষয়ে মনোযোগী হতে চাইছেন প্রভুদেবা। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। আরো কিছু ভালো চিত্রনাট্যের সিনেমা খুঁজছেন তিনি।

আরও পড়ুন -  Unemployed Youth: বেকার যুবক - যুবতীদের কেন্দ্রীয় সরকারের বস্ত্রমন্ত্রকের উদ‍্যোগে এক প্রশিক্ষণ শিবির