দেশটা এখন অন্য কার ?
দেশটা এখন অন্যরকম
প্রেমিক যারা কুঠার নিয়ে,
চোখের ভিতর চাইতে গিয়ে
দেখি নোনো জল উপচে আসে
দেশটা এখন অন্যরকম
ঝাঁ চকচকে চারিধার,
এই ভেবে যেই আঙুল ছোঁয়াই
দেখি নোংরা হাতে শুকনো ভাত
দেশটা এখন অন্যরকম
যেই সবই আমার ভাবতে গেছি,
দেখি আমার তো না কিচ্ছুটি আর
সবই এখন বেসরকারি
দেশটা এখন অন্যরকম
মানুষগুলো হাসতে জানে,
মনের মানুষ ডাকছি ডাকে
দেখি তার ভিতরেই কষ্ট জমে
এখন চাই খোদার কসম
এখন চাই সংগঠন,
লড়তে জানে, বলতে জানে
দেশটা এখন অন্য কার?