এক চিমটে ফটকিরিতে, সংসারে সব কিছু মঙ্গল !

Published By: Khabar India Online | Published On:

ফটকিরি আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করতে ফটকিরি জুড়ি মেলা ভার। ফটকিরি দিয়ে এই সহজ-সরল টোটকা আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতির শেষ থাকবেনা। আপনি অর্থনৈতিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হতে পারেন। হয়তো কোন কারনে আপনার প্রমোশন আটকে আছে কিংবা চাকরিতে উন্নতি হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার এই অর্থনৈতিক সমস্যা নিয়ে আপনাকে জীবনে নানান রকম সমস্যা যেমন মানসিক, শারীরিক ইত্যাদি সমস্যায় ভুগতে হয়। তাহলে অবশ্যই ফটকিরি টোটকাটি করে ফেলুন।

আরও পড়ুন -  Sharp Weapons: বাড়ির পাশে নোংরা ফেলা, চার জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ

 বাস্তুশাস্ত্রবিদরা বলেন,যে ফটকিরি নেতিবাচক শক্তিকে অনেকটা শুষে নেয়। যেমন আপনি যদি স্নানঘরে অর্থাৎ আপনার বাথরুমে একটা বাটিতে রেখে দেন এবং মাসে মাসে যদি এই ফোটকে বদলান তাহলে আপনার বাড়ির মধ্যে থাকা নেতিবাচক শক্তি একেবারে উঠে যাবে। ২) আপনার বাড়িতে থাকা কোন ছোট বাচ্চার অথবা কারো যদি নজর লেগে থাকে, আর আপনি যদি এটা বিশ্বাস করেন তাহলে পা থেকে মাথা পর্যন্ত সাতবার ফটকিরি দিয়ে ঘষে দিন। তাহলে ফটকিরি কিন্তু নজর লাগা থেকে আপনার বাড়ির বাচ্চা অথবা মানুষটিকে রক্ষা করবেন তবে এই প্রকৃতি ব্যবহার করার পরে আগুনে ফেলে দিতে হবে।

আরও পড়ুন -  অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার করোনায় আক্রান্ত, ছোট্ট মেয়ে বাদ যায়নি !

অনেকেই আছেন, যারা ঘুমের মধ্যে নানান রকম ভয়ের স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়, তাদের ক্ষেত্রে যদি শোওয়ার সময় মাথার পাশে এক টুকরো ফটকিরি রেখে দেওয়া যায়, তাহলে ফটকিরি সমস্ত নেগেটিভিটিকে টেনে নিয়ে আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে।

আরও পড়ুন -  মেদবহুল দম্পতিরা মিলনের সময়, এই বিষয়গুলির মাথায় রাখবেন

শুধুমাত্র এই ছোটখাটো টোটকা করলে আপনার জীবনের শান্তি ফিরে আসবে। এমনটা নয়, এর সঙ্গে আপনাকে করতে হবে প্রচুর পরিশ্রম পরিশ্রম করতে হবে।