BigNews: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর, বড় নির্দেশ দিলো UGC, উপকৃত হবে সারা দেশের শিক্ষার্থীরা

Published By: Khabar India Online | Published On:

ইউজিসি আজ জাতি ও সম্প্রদায়ের মধ্যে বিভাজন ঘটাতে দিলো বড় নির্দেশ। আজ ইউজিসি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের পড়ুয়ারা যাতে সহজেই অভিযোগ জানাতে পারেন। সেই জন্য ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয় -কলেজ -উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে রাখতে হবে আলাদা একটি পেজ। সেই সাথে থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান ও রেজিস্টারের কাছে অভিযোগ জানানোর সুবিধাও। ছাত্র -ছাত্রীদের অভিযোগ পাওয়ার পর অভিযুক্তের বিরুধ্যে নিতে হবে দ্রুত ব্যব্যস্থা।

আরও পড়ুন -  Web Series: গোপনে স্পেশ্যাল সার্ভিস দেন এই যুবতী টাকার বিনিময়ে, একদম একলা দেখবেন

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  Teenager: হাওড়ার নাজিরগঞ্জে, গঙ্গায় স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু কিশোরের