আজ মঙ্গলবার সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিনারেল ‘কেলেঙ্কারি নিয়ে’ বিস্ফোরক টুইট করলেন। তিনি আজ টুইট করে বলেন ‘গর্ভে লালিত হচ্ছে আরও এক বড় কেলেঙ্কারি। বালি তোলার এই কেন্দ্রীয় ব্যবস্থা কার নিয়ন্ত্রণে? গম্ভীর ভাবছেন অরোরার কথা, অরোরা ভাবছেন নারুলাকে, নারুলা ভাবছেন মন্ডলের কথা-আরও অনেকে। শান্তিনিকেতনের শান্তি এখন বালুকাময়।’ প্রসঙ্গত সরকারি এক বিজ্ঞপ্তিতে ছবি টুইট করে তৃণমূলের দিকে নতুন এক কেলেঙ্কারির তীর ছুড়লেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন - Volodymyr Zelensky: পূর্বাঞ্চলের এক সেন্টিমিটারও দেয়া হবে না রাশিয়াকেঃ ভলোদিমির জেলেনস্কি