সুখবর! প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য, TET উত্তীর্ণদের ডাকা হলো ভাইভা তে

Published By: Khabar India Online | Published On:

ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন চাকরি প্রার্থীদের জন্য দিলো সুখবর। ডেকে পাথানো হলো ৪৬৭ জনকে। জানাগেছে ওই ৪৬৭ জনের স্ক্রুটিনি ,তথ্য যাচাই ও ভাইভার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই প্রার্থীরা প্রত্যেকেই যেত পাশ করেছেন ২০১৪ সালে। ২০২১ এর ১০ জানুয়ারী পর্যন্ত অফ্ল্যাণ আবেদনের ভিত্তিতে চলছে এই নিয়োগ প্রক্রিয়া। আগামী ২০ ও ২১ সেপ্টেম্বর কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল ও শিক্ষাভবনে চলবে এই ভাইবা পর্ব।

আরও পড়ুন -  কেরোসিনের তেলের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি যৌথ মঞ্চের

(আধুনিক ব্যস্ততার যুগে মানুষ এখন ব্যস্ত ঘড়ির কাটার থেকেও বেশি। তাই সবদিক খেয়াল রেখেই আমরা এখন থেকে বিস্তারিতর পরিবর্তে আপনাদের জন্য নিয়ে এসেছি এক অভিনব বিষয়। আপনাদের সময় বাঁচাতে ও সম্পূর্ণ খবর কয়েক মুহূর্তের মধ্যে জানিয়ে দেওয়ার জন্য আমরা শুরু করেছি ‘Short News ‘ বিভাগ যার মাধ্যমে আপনারা জানতে পারবেন বস্তু নিস্ট সঠিক ও সম্পূর্ণ খবর। অতিরিক্ত শব্দের কচকচি নয় যা আপনার জানার দরকার তাই থাকবে এই বিভাগে নিয়মিত আপডেট পেতে তাই ফলো করুন আমাদের পেজ। আর সাথে থাকুন আমাদের।)

আরও পড়ুন -  ক‍্যানসার আক্রান্ত রোগীর জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিল গীতশ্রী সোসাল ওয়েলফেয়ার