গঙ্গার মোহনায় এখন আর তেমন ইলিশের দেখা মেলে না। হা-হুতাশ করছেন সেখানকার মৎস্যজীবীরা। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গেছে যে, মুখ ফিরিয়ে নিয়েছে ইলিশের দল। তাদের গন্তব্য এখন বাংলাদেশের পদ্মা নদীতে।
সম্প্রতি নদী, বাঁধ ও সংশ্লিষ্ট সম্প্রদায় নিয়ে কাজ করা ভারতভিত্তিক সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ট অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে গঙ্গায় ইলিশের আকালের পেছনে দূষণকেই বেশি দায়ী করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর একশর বেশি পৌরসভার ময়লা-আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা সীমা ছাড়িয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দূষণের ফলে গঙ্গার জলে লবণের মাত্রা অত্যাধিক বেড়ে গেছে। এ কারণে ইলিশ এ নদীর মোহনা থেকেই ফিরে যাচ্ছে। আর গঙ্গা থেকে মুখ ঘুরিয়ে নেওয়া সেইসব ইলিশের অভিমুখ এখন বাংলাদেশের দিকে।