Weather Report: মৎস্যজীবীদের কড়া নিষেধাজ্ঞা, ভারী বৃষ্টির ইঙ্গিত

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ     আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভবনা। যারা সমুদ্র উপকূলবর্তী এলাকায় থাকেন তাদের জন্য সতর্কতা জারি রয়েছে। এদিন ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলী, মেদিনীপুরের সমস্ত জায়গায় চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হওয়া। প্রসঙ্গত, এখনও মানুষ ইয়াস ঝড়ের প্রকোপ থেকে রক্ষা পায়নি। যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে তারা এখনও সঠিক বাসস্থান তৈরি করতে পারেননি, এর মধ্যে নিম্নচাপের দরুন ঝড় বৃষ্টি তাদের সমস্যাকে দ্বিগুণ করে তুলতে পারে। এছাড়াও, আপনার যদি দীঘা বা মন্দার মণি যাওয়ার প্ল্যান থাকে তবে এই মুহূর্তে বাতিল করতে পারেন। কী হবে কলকাতার? আবহাওয়া সূত্র অনুযায়ী খবর, কলকাতায় ও তার পার্শ্ববর্তী অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হবে। থাকবে ঝোড়ো হওয়ায়। আগামীকাল পর্যন্ত এরকম আবহাওয়া বাজিয়ে থাকবে।

আরও পড়ুন -  Cyclone Update: ঘূর্ণিঝড় ‘মোকা’ আছড়ে পড়বে রবিবার সমুদ্র উপকূলে, সতর্কতা জারি রাজ্যে

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও চলবে ভারী বৃষ্টি। উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে। এছাড়াও, মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা এই যে তারা যেন আগামী ১৪ তারিখ পর্যন্ত মাঝ সমুদ্রে ট্রলার নিয়ে না যান।

আরও পড়ুন -  নেটদুনিয়ায় ঝড় তুললেন, ‘এখানে আকাশ নীল’-এর হিয়া, ঠিকরে বেরিয়ে আসছে বক্ষযুগল !