Horoscope: রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ১১ই সেপ্টেম্বর (২৫শে ভাদ্র) শনিবার, রাশিফল।

মেষঃ  আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অফিসে ভালো কাজের জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন।

বৃষঃ আজ আপনার কোনো বড় অসুখ হওয়ার সম্ভাবনা আছে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করাতে বেশ ব্যয়বহুল। নিজের প্রতি যত্নশীল হন।

মিথুনঃ আজ কাজের জায়গায় কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। দিনটি খুব একটা সুখকর নয়।

আরও পড়ুন -  অটোচালকের হাতে আহত এক মহিলা

কর্কটঃ আজ অফিসে কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। মন দিয়ে নিজের কাজ কর্ম করুন। কাজে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালো।

সিংহঃ  আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

কন্যাঃ আজ পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে হিংসে আনবেন না। দিনটি বেশ ভালোই যাবে।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

আরও পড়ুন -  Short Film: শ্যালিকার সাথে কুকীর্তি ঘটালেন জামাইবাবু স্ত্রীর অবর্তমানে, বাড়িতে সবার সামনে এই শর্ট ফিল্ম দেখা যাবে না

বৃশ্চিকঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য  সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

ধনুঃ আজ আপনার যে কোনো কাজ করতে গেলে তাতেই অনীহা হবে। মাথা ঠান্ডা রাখুন ও মন শান্ত রাখুন। বেশী মাথার ওপর চাপ দেবেন না। আস্তে আস্তে কাজ করার চেষ্টা করুন।

মকরঃ আজ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ ভালো।নিজের পৈতিক ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। ব্যবসার উৎপাদন বৃদ্ধি হতে পারে। কাজে সাফল্য আসতে পারে। মন দিয়ে কাজ করুন।

আরও পড়ুন -  কৌশিকী অমাবস্যার সন্ধ্যায় নুন দিয়ে করুন এই টোটকা, অর্থনৈতিক সমস্যা মিটে যাবে

কুম্ভঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে আশাতীত লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মীনঃ আজ পরিবারের কোনো সদস্যের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।