40 C
Kolkata
Friday, April 19, 2024

সহজ নয় !

Must Read

খবরইন্ডিয়াঅনলাইনঃ

সহজ নয় !

আমরা যতটা ভেবে বসি- মেয়েদের চলার পথ ঠিক ততটাও নয় সহজ।
জন্মানোর পরই দেখতে হয় অনেকের ই নেমে থাকা মুখ,
ভবিষ্যতের কথা ভেবে একে একে জড়ো হতে থাকে গহনা,
শেখানো হয় কোনটা ঠিক কোনটা ভুল, আঁকা হয় চারপাশে নির্দিষ্ট গণ্ডী
যে গণ্ডীর বাইরে ছোট্ট পাখিটির উড়তেও মানা,
ঈশ্বরের পাঠানো তার এই নিজের পৃথিবীতে সুরক্ষিত নয় নিজে।
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  Earthquake Indonesia: ৬ বছর বয়সী শিশুকে জীবিত উদ্ধার দুইদিন পর, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প

কখনো চেহারা, রঙ কখনো ব্যবহারের জন্য শুনতে হয় নানান কথা
মেয়ে বলে কখনো ফেলা হয় আস্তাকুঁড়োয় কখনো হতে হয় নোংরা চোখের শিকার
কখনো সমাজের ভয়ে হজম করে সব
কখনো ঝোঁপের পাশে ছেঁড়া ফাটা লাশ হয়ে ধিক্কার দেয় সমাজকে
মায়ের শিক্ষা থাকে- “সমাজকে পালটানো সম্ভব নয়
তুমি মেয়ে চলাফেরা কোরো সাবধানে।”
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  আইসি এআই বার্ষিক সমাবর্তন অনুষ্ঠান

এক বাড়িতে জন্ম নিয়ে কাটে অনেক গুলো বছর
হঠাৎই এক অপরিচিতের হাত ধরে চলে যেতে হয় অন্য বাড়ি
নিমেষে আপন করে নিতে হয় সেই বাড়ির সব কিছু
তবুও শুনতে হয় -“এটা তোর বাবার বাড়ি নয়”
আর বাবার বাড়ি? – সেখানে শুনতে হয় পরঘরে মেয়েছেলে।
আসলে মেয়েতো- কচু পাতার জলের মতই টলমল তার অস্তিত্ব।
তাই যতটা ভাবি আমরা মেয়েদের চলার পথ ঠিক ততটা ও নয় সহজ।

আরও পড়ুন -  South Africa: দক্ষিণ আফ্রিকায় ছড়াচ্ছে করোনার একটি নতুন ধরন
তুহিনা সুলতানা। কবি।

Latest News

Short Film: মুহূর্তে মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, একদম ভুল করে বাচ্চাদের সামনে দেখা যাবে না

Short Film: মুহূর্তে মুহূর্তে ঘনিষ্ঠ দৃশ্য, একদম ভুল করে বাচ্চাদের সামনে দেখা যাবে না।  Short Film টি ১৮+উদ্ধের জন্য করা...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img