সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ ৫ই সেপ্টেম্বর, রবিবার, ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন ১৩৪তম জন্মদিন উপলক্ষে, ৬০তম শিক্ষক দিবস পালন গুণীজন সম্বর্ধনা প্রদান, স্থান-হাওড়া সালকিয়া ঋষি নবজ্যোতি সমিতি ফাউন্ডেশন সোসাইটি। মন্ত্রী অরুপ রায় প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন, সঙ্গে ছিলেন বিধায়ক গৌতম চৌধুরী, দেবনাথ নাথ প্রাক্তন প্রফেসার, বর্তমানে সরকারী আধিকারিক, রাধারানী দত্ত সোসাইল ওয়ার্কার, শিবনাথ দে সরকার ও শ্যামলী মিত্র। মন্ত্রী উদ্বোধনী ভাষণে বলেন শিক্ষা প্রথম শুরু হয় পিতামাতার কাছ থেকে, তারপর বহি প্রকাশ হয় সাধারণ মানুষদের মধ্য দিয়ে। সেখানে জাত-পাতের কোন স্থান নেই।
শিক্ষা প্রথম শুরু হয় পিতামাতার কাছ থেকে, মন্ত্রী অরুপ রায়
Published By: Khabar India Online |
Published On: