Horoscope: আজ ৭ই সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৭ই সেপ্টেম্বর(২১শে ভাদ্র) মঙ্গলবার রাশিফল।

মেষঃ আজ কোনো জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারেন। ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ আজ আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অফিসের কাজে প্রমোশন হতে পারে। ব্যবসার কাজে উন্নতি হতে পারে। দিনটি বেশ সুখকর।

মিথুনঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। টাকার সমস্যার সম্মুখীন হতে পারেন। ঋণ নেওয়ার সম্ভাবনা আছে। দেখে শুনে টাকা ঋণ নেবেন।

আরও পড়ুন -  শরীর চর্চা, বরাক উপত্যকার শিলচরে প্রশিক্ষণ দেবেন রাশিয়ার আলিনা সনবি

কর্কটঃ আজ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। বড় বিপদের সম্মুখীন হতে পারেন। সাবধানে কাজ কর্ম করুন। রাস্তায় দেখে শুনে পার হবেন।

সিংহঃ আজ কাজের জায়গায় কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। আজ দিনটি খুব একটা সুখকর নয়।

কন্যাঃ  আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। বেশ ভালোই কাটবে।

আরও পড়ুন -  Mallikarjun Kharge: মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের নতুন সভাপতি হলেন

তুলাঃ কোনো কারণে আপনার মন চঞ্চল হতে পারে। কাছের মানুষকে কোনো কারণে খুব মিস করতে পারেন।  প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

বৃশ্চিকঃ  বিদ্যার্থীদের জন্য দিনটি বেশ শুভ। নিজেদের উচ্চশিক্ষার জন্য বাইরের স্কুল কলেজে সুযোগ পাবেন। মন দিয়ে নিজেদের পড়াশোনা করুন। পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

ধনুঃ আজ দিনটি বেশ সুখকর নয়। আয়ের থেকে সঞ্চয়ের কথা চিন্তা ভাবনা মাথায় আসতে পারে। বুঝে শুনে টাকা পয়সা খরচ করুন।

আরও পড়ুন -  দেশে ১৪.২ লক্ষেরও বেশি মানুষ সুস্থ হয়েছেন

মকরঃ আজ পরিবারের কোনো সদদ্যের সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

কুম্ভঃ চাকরি ও ব্যবসা উভয়ক্ষেত্রে লাভের সম্মুখীন হতে পারে। নতুন ব্যবসা শুরু করার দিনটি বেশ শুভ। ভালো কাজের জন্য প্রশংসা পেতে পারেন।

মীনঃ আজ অফিসে কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায়ে পরিশ্রম বৃদ্ধি হতে পারে। দেখে শুনে মন দিয়ে কাজ করুন। পাশাপাশি নিজের প্রতি যত্ন নিন।