খবরইন্ডিয়াঅনলাইনঃ
শরৎ মেঘের ভেলায়
আশ্বিনের থৈ থৈ জোছনার
ঘ্রাণ মেখে নিয়ে গায়ে,
একদিন ঝরে যাবো
শিউলি সকালে।
তার আগে একদিন
কিছু কাশফুল খোঁপায় পড়ে,
এলোমেলো আঁচল উড়িয়ে হাওয়ায়,
কিছু স্বপ্ন মেখে নেবো চোখের কাজলে,
টলমল জল লুকিয়ে বুকের কোনায়।
আমি চলে গেলে, আরেক শরতে
ধান-দূর্বায়, মঙ্গল ঘটে, কতো পুরনারী
সাজবে একই সে সাজে।
ফুরায়ে যাবো আমি,
শুধু তাহাদের নুপূর নিক্কণে
আমার গানখানি যাবে বেজে।