Horoscope: আজ ৩রা সেপ্টেম্বর, রাশিফল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ৩রা সেপ্টেম্বর (১৭ই ভাদ্র) শুক্রবার রাশিফল।

মেষঃ আজ দিনটি খুব একটা ভালো যাবে না। কোনো কারণে মনে খারাপ থাকবে। সব কাজেতেই উদাসীন থাকবেন। মন শান্ত রাখতে যোগাভ্যাস করুন।

বৃষঃ ভালো কাজের জন্য প্রবীণ মানুষের কাছ থেকে আশীর্বাদ ও শুভেচ্ছা পাবেন। ইতিবাচক ভাবনা চিন্তা করুন। নিয়ে সময় কাটান। দিনটি খুব ভালো কাটবে।

মিথুনঃ আজ কোনো নিয়ম ভাঙার জন্য টাকা খরচ হতে পারে। দেখে শুনে কাজ করুন। সাবধানে কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Hot Dance Video: অনুকৃতির উত্তপ্ত পারফরম্যান্স, হিন্দি গানে মাধুরী দীক্ষিতকে ছাড়িয়ে গেলেন, এই ভিডিও দেখে নিন

কর্কটঃ ব্যবসায়ীদের জন্য দিনটি বেশ শুভ। ব্যবসায়ের পরিধি বাড়বে। ব্যবসার কাজে উন্নতি হবে। মন দিয়ে কাজ করুন।

সিংহঃ আজ আপনি শারীরিক ভাবে অসুস্থ হতে পারেন। রক্তপাতের সম্ভাবনা আছে। নিজের প্রতি যত্নশীল হন। ঠিক করে খাবার খাবেন। অনিয়ম করবেন না। দিনটি খুব একটা ভালো নয়।

কন্যাঃ কাছের মানুষের সাথে কিছু কথা নিয়ে মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অশান্তি মিটিয়ে নিন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৫শে অক্টোবর, রাশিফল

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। দীর্ঘদিন অসুস্থ থাকলে সুস্থ হয়ে উঠতে পারেন। আজ চিকিৎসায় সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। নিজের শরীরের যত্ন নিন।

বৃশ্চিকঃ আজ অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারে। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা করে তারপর কাজে হাত দেবেন।

ধনুঃ আজ আপনার কোনো জিনিসে বাধা আসবে না। বঞ্চিত নিজের জিনিস থেকে বাদ হওয়া। মন শক্ত রাখুন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

আরও পড়ুন -  Hanuma Vihari: ‘লড়াকু’ হনুমা বিহারী এক হাতে লড়াই চালালেন, ভেঙে গিয়েছে কব্জি

মকরঃ আজ আপনার বাড়ি থেকে কিছু জিনিস চুরি হতে পারে। রাস্তাতে পকেটমারের সম্ভাবনা আছে। সাবধানে চলাফেরা করুন। রাস্তায় হাঁটার সময় দেখেশুনে চলাচল করবেন।

কুম্ভঃ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ বাড়বে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই যাবে।

মীনঃ কোনো কাজে একাধিকবার ব্যর্থ হলে ভেঙে না পড়ে মনে আশা রাখুন। নতুন করে কাজ শুরু করার চেষ্টা করুন। দিনটি আপনার জন্য শুভ।