রাশিয়ায় বহুপাক্ষিক মহড়া জেডএপিএডি ২০২১ – এ অংশ নেওয়ার জন্য, ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ   রাশিয়ায় বহুপাক্ষিক মহড়া জেডএপিএডি ২০২১ – এ অংশ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি
ভারতীয় সেনাবাহিনীর ২০০ সদস্যের একটি দল জেডএপিএডি ২০২১ – এর মহড়ায় অংশ নেবে। চলতি বছরে ৩ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনিতে এই মহড়া অনুষ্ঠিত হবে। রাশিয়ার সশস্ত্র বাহিনীর মহড়াগুলির মধ্যে অন্যতম হ’ল এই জেডএপিইডি ২০২১। মূলত, এই মহড়ায় সন্ত্রাসের বিরুদ্ধে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরা হবে। ইউরেশিয়ান ও দক্ষিণ এশীয় অঞ্চলের এক ডজনেরও বেশি দেশ এই মহড়ায় অংশ নেবে।

আরও পড়ুন -  Body Returned Home: অবশেষে দেহ ফিরল বাড়িতে !

এই মহড়ায় অংশ নেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর নাগা ব্যাটেলিয়ন গোষ্ঠী প্রস্তুতি শুরু করেছে। কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ পর্ব চলছে। এই মহড়ার মূল লক্ষ্যই হ’ল অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে সামরিক ও কৌশলগত সম্পর্ক বৃদ্ধি করা। সূত্রঃ পিআইবি।

আরও পড়ুন -  Rachna Banerjee: রচনা এই গরমে দুধ সাদা পোশাকে কোথায় ঘুরছেন?