জামিন পেলেন অভিনেত্রী পরীমণি, মাদককাণ্ডে ঘটনায়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    একদিকে বাংলাদেশী মডেল ও অভিনেত্রী দুই হিসেবে বেশ খ্যাত। তবে বেশ কিছুদিন ধরে মাদক মামলার জেরে খবরের শিরোনামে উঠে এসেছেন। অনেক নাটকীয়তার পর জামিন পেলেন অভিনেত্রী পরীমণি। চার বার নিম্ন আদালতে পরীণির জামিন নাকচ হবার পর শেষ পর্যন্ত তিনি জামিন পেলেন। বুধবার সকালে ২৬ দিন করাদ থেকে মুক্তি পান পরীমণি।

হাইকোর্টের নির্দেশে জামিন শুনানির নির্ধারিত সময় ১৩ দিন এগিয়ে পরীমণিকে জামিন দিলেন ঢাকার মহানগর ও দায়রা জজ আদালত। মঙ্গলবার মহানগর দায়রা বিচারক কে এম ইমরুল কায়েশ পরীমণির জামিনের নির্দেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০ হাজার টাকার পুলিশ প্রতিবেদন বা অভিযোগপত্র না হওয়া পর্যন্ত পরীমণিকে জামিন দেয়া হয়েছে।

আরও পড়ুন -  Pori Moni Case: অশ্লীলতায় অভিযোগে নোটিস পাঠানো হল অভিনেত্রী পরীমণির কাছে

বুধবার সকাল সাড়ে ৯টায় করাদ থেকে বেরিয়ে আসেন পরীমণি। এই দিন পরীমণির পরনে ছিল সাদা টি-শার্ট। আর সাদা ওড়না মাথায় বাঁধা ছিল। চোখে কালো চশমা, আর করোনা বিধি মেনে মাস্কটাও ছিল সাদা রঙের। চোখে ছিল কালো সানগ্লাস। এই দিন গাড়ির সানরুফ দিয়ে মাথা বের করে অপেক্ষরত সাংবাদিক ও অনুগামীদের উদ্দেশ্যে হাত নেড়ে সামনের দিকে এগিয়ে যান পরীমণি। গত ২২ অগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন তাঁর আইনজীবী মজিবুর রহমান।

আরও পড়ুন -  Mahiya Mahi: দ্বিতীয় সংসার পাতার আড়াই বছর পরেই বিচ্ছেদ, মাহিয়া মাহির

তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন পিছিয়ে দিয়েছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে পালটা হাইকোর্টে আবেদন করেন। এর পর জামিন শুনানির দিন এগিয়ে ৩১ অগস্ট ধার্য কর দেওয়া হয়। মঙ্গলবার জামিন পান অভিনেত্রী। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন এক সংবাদমাধ্যমে বলেন, মঙ্গলবার পরীমণির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে এসে না পৌঁছানোতে সেদিন তাঁকে আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। বুধবার সকালে অভিনেত্রীর জামিনের কাগজ যাচাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Durga Pujo: সিদ্ধেশ্বরী কালী বাড়ী

গত ৪ঠা অগস্ট এই বিখ্যাত অভিনেত্রী পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার করেন বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। শুধু বিদেশি মদ নয় পাশাপাশি একাধিক মাদকদ্রব্যও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এর পরেই পুলিশি হেফাজতে নেওয়া হয় পরীমণিকে। অভিনেত্রীর গ্রেফতারির পর তিন দফায় সিআইডি হেফাজতে জেরার মুখে পড়েছেন তিনি।