তেল বহনকারী ট্যাঙ্কারের ক্যারিং খরচ বাড়ানোর দাবিতে, রাজ্যজুড়ে ধর্মঘটের পথে ট্যাংকার মালিক

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তেল কোম্পানি গুলি দিনের পর দিন তেলের দাম বাড়িয়ে চলেছে। অথচ তেল বহনকারী ট্যাঙ্কারের ক্যারিং খরচ বাড়ানো হচ্ছে না। ফলে ক্ষতির মুখে ট্যাংকার মালিক চালক এবং সংশ্লিষ্ট কাজের সাথে যুক্ত শ্রমিকরা। তাই এবারে তেল বহনকারী ট্যাঙ্কারের ক্যারিং খরচ বাড়ানোর দাবিতে রাজ্যজুড়ে ধর্মঘটের পথে ট্যাংকার মালিক এবং বিভিন্ন ট্যাংকার অ্যাসোসিয়েশন গুলি। জানা গেছে আগামী ৩১ শে আগস্ট রাজ্যজুড়ে এই ধর্মঘটে নামছেন তারা। এই বিষয়ে মালদা ডিপো ওয়েল ট্যাংকার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জল সাহা জানান, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ তেল কম্পানি গুলি দিনের-পর-দিন তেলের দাম বাড়িয়ে চলেছেন অথচ তেলবহন কারি ট্যাংকারের ক্যারিং খরচ বাড়ানো হচ্ছে না। ফলে ক্ষতির মুখে ট্যাংকার মালিক এবং চালকরা। এরই প্রতিবাদে দেশজুড়ে এই ধর্মঘটের ডাক।

আরও পড়ুন -  ৭৪তম স্বাধীনতা দিবস সেনাবাহিনী, নৌসেনা ও বিমান বাহিনীর ব্যান্ডের সঙ্গীতময় মূর্ছনা সহযোগে উদযাপন

তবে এই করোনা পরিস্থিতি এবং আসন্ন শারদীয় উৎসব থাকার জন্য আপাতত মালদায় তারা ধর্মঘট করছেন না। তবে আগামীতে তেল বহনকারী ট্যাঙ্কারের খরচ না বাড়ানো হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা বলে জানান সংগঠনের সভাপতি উজ্জল সাহা।

আরও পড়ুন -  সামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো নবম তম বাণিজ্যিক অধিবেশন