মাছির ফানুস

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

মাছির ফানুস

ইচ্ছের ডানারা মেলে ধরে পাখা।দূরে যায় উড়ে।ছুঁয়ে ছুঁয়ে দিগন্তকে পাসপোর্ট ভিসারহীন।ইচ্ছরা বন্দীদশা ফেলে,ছুঁয়ে আসে ভোরের শিশিরে প্রথম নরম রোদের ঝিকিমিকি মুক্তদানা।
কোলাহল করে রক্তিম গোধূলি আলোয় রাঙা থেকে ধূসর রাত্রির কোলে ঘুমে ঢুলুঢুলু ঢলে পড়তে।স্বপ্নের দেশের পাহাড়ে পাহাড়ে রঙধনুর সপ্তরঙে রাঙিয়ে নিতে বৈচিত্র‍্যে স্বভাব।
জলঝর্ণার আবেগ থেকে নদীর বুকে পালতোলা নায়ে ধুয়ে আসে আবেগ নেপথ্য ঝর্ণাসংগীতে।
ইচ্ছেরা ইচ্ছে করেই ফুটপাথ ধরে হেঁটে যায় নগর থেকে নগরে।
ঢোলকলমির শাখায় দোলা বেগুনি ফুলে চুলের ভাঁজে রূপসী হতে।
কলমি, লালশাকে মুখ রাঙাতে ইচ্ছেগুলো ছুটে আসে মফস্বলের স্বজন ঘরে দইবড়া হাতে।
পল্লিতে বর্ষা মওসুমে সবুজ হওয়া শাখায় পাতায় বাতাসের গুঞ্জনধ্বনিতে কান পাততে।
কিন্তু কেনো ইচ্ছেগুলো পোকায় খাওয়া,কুঁকড়ে যাওয়া ডালপালায় নুয়ে থাকে
ঘরবন্দী, স্বল্প আঁচে, স্বল্প শ্বাসে, বাঁচার আশে।বর্ষাকেয়া,কদম,জুঁই

আরও পড়ুন -  Durga Pujo-2022: কাঁধে ঢাক তুলে বাজালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, মণ্ডপে এসে
জেবুননেসা হেলেন। কবি । বাংলাদেশ।