খবরইন্ডিয়াঅনলাইনঃ
কৃষ্ণ গহ্বর
কৃষ্ণগহ্বরের টানে ঘুরছি,
অতল বিতল কিম্বা রসাতল জুড়ে
দেখি শুধু চুরাশি ব্রহ্মান্ডের জন্ম আর মৃত্যু।
হেসে ওঠে বিগ ব্যাং থিয়োরি।
কয়েক শতাব্দী প্রাচীন বৃক্ষ যেভাবে
কোটরের ভিতরে লুকিয়ে রাখে
এক একটা শতকের
খরা , জরা,বন্যা আর মারীর দাগ,
সেভাবেই আমাকে খনন করে দেখো
পাবে ব্রহ্মাণ্ড সৃষ্টির আদি ইতিহাস।