Horoscope : আজ ২৭ শে আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ২৭ শে আগস্ট (১০ই ভাদ্র) শুক্রবার রাশিফল।

মেষঃ আজ কোনো প্রতিবেশির সাথে নানা ঝগড়া ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃষঃ আজ আপনি চাকরি ও শিক্ষাক্ষেত্রে সাফল্য থেকে বঞ্চিত হতে পারেন। ভেঙ্গে পড়বেন না। অপ্রাপ্তির যোগ কেটে শীঘ্রই শুভ দিন আসবে। মন দিয়ে নিজের কাজ করুন।

মিথুনঃ আজ  কোনো কারণে বদনাম হওয়ার সম্ভাবনা আছে। চোখ কান খোলা রেখে কাজ করুন। ভেঙে পড়বেননা মন ও মাথা শান্ত রাখুন। মন ভালো করতে প্রতিদিন যোগাভ্যাস করুন।

আরও পড়ুন -  নিক্কি তম্বোলি কিলার পোজ দিয়েছে গোলাপি বিকিনিতে, প্রিয় ভক্তরা এই দেখে কাবু

কর্কটঃ আজ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

সিংহঃ আজ আপনার কোনো বন্ধুর সাথে সংঘর্ষে আহত হতে পারেন। মাথা ঠান্ডা রেখে ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সংঘর্ষে কোনো বড় ক্ষতি হতে পারে। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কন্যাঃ আজ অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।

আরও পড়ুন -  Airtel: এয়ারটেলের নতুন প্রিপেইড প্ল্যান, গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা

তুলাঃ আজ আপনি একজন রমণীর ভালোবাসা পেতে পারেন। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। ভালোবাসার সঙ্গীর সাথে সময় কাটান। দিনটি বেশ ভালোই যাবে।

বৃশ্চিকঃ আজ অম্ল সমস্যার ভুগতে পারেন। তেল মশলা যুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। কম তেল দেওয়া পাতলা ঝোল খান। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

ধনুঃ আজ অত্যধিক মানসিক চাপে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হতে পারেন। বড় কাজে হাত দেওয়ার আগে অবশ্যই পরিবারের সঙ্গে আলোচনা সেরে নিন।

আরও পড়ুন -  Horoscope: আজ ৭ই আগস্ট, রাশিফল পড়ুন

মকরঃ আজ সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সবার সাথে ভালো সময় কাটান। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

কুম্ভঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।

মীনঃ আজ আপনি কোনো কারণে কষ্ট পেতে পারেন। কোনো কিছু নিয়ে বেশ দুঃখ পেতে হতে পারে। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। নিজেকে বেশি করে সময় দিন।