Horoscope: আজ ২২ শে আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আজ ২২ শে আগস্ট, রাশিফল পড়ুন।

মেষঃ ভালো মন্দ সব মিলিয়েই কাটবে আজকের দিনটি। অপ্রত্যাশিত ঘটনায় ভেঙে পড়বেন না, মনে সাহস রাখুন। মন দিয়ে নিজের কাজ করুন।

বৃষঃ আজ আপনার দিনটি বেশ ভালো। আজ আপনার অনেকদিনের মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। মন দিয়ে কাজ করুন। কাজে সাফল্য পেতে পারেন।

মিথুনঃ আজ স্কুল শিক্ষকদের জন্য দিনটি বেশ সুখকর। স্কুল কলেজের শিক্ষকদের প্রমোশন হতে পারে। আয় বৃদ্ধি হতে পারে। মন দিয়ে পড়ান। দিনটি বেশ ভালোই কাটবে।

আরও পড়ুন -  বিজেপির প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি কে শোকজ করেছে নির্বাচন কমিশন

কর্কটঃ আজ কাছের কোনো বন্ধু শত্রু হয়ে উঠতে পারে। আপনার চরম অনিষ্ট করতে পারে। সাবধানে চোখ কান রেখে কাজ করুন। সহজে কাউকে বিশ্বাস করবেননা।

সিংহঃ  আপনার সন্তান-সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সন্তানদের সাথে সব মিলিয়ে আজকের দিনটি বেশ সুখকর হবে।

কন্যাঃ আজ চাকরি ও ব্যাবসা উভয়ক্ষেত্রেই লাভের সম্মুখীন হবেন। মন দিয়ে নিজের কাজ করুন। নতুন ব্যাবসা শুরু করার জন্য দিনটি শুভ।দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ২রা জানুয়ারি (১৭ই পৌষ) রবিবার রাশিফল দেখুন

বৃশ্চিকঃ  আপনি অন্যমনস্ক হয়ে পড়লে কাজে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অমনোযোগী হবেন না, প্রয়োজনে ধ্যান করুন। দিনটি খুব একটা সুখকর হবেনা।

ধনুঃ পরিবারে নতুন অতিথি আসার সম্ভবনা রয়েছে। কোনও সুখবর পেতে পারেন। আর্থিক যোগ শুভ। বন্ধু সমাগম আছে। যারা শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি উল্লেখযোগ্য পূর্ণ।

মকরঃ আজ আপনার কোনো প্রতিবেশীর সাথে কোনো কারনে ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৪ শে অক্টোবর, রাশিফল দেখুন

কুম্ভঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। সমাজসেবায় বেশ খরচ হতে পারে। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

মীনঃ আজ দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাক থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় বিভ্রাট দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।