মেট্রো রেল

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   মহরম উপলক্ষে মেট্রো রেল ২০ অগাস্ট শুক্রবার ১৭২টি ট্রেন চালাবে। এর মধ্যে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ট্রেন চলাচল করবে ১৬৫টি। সকালে এবং বিকেলে ভিড়ের সময় প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

আরও পড়ুন -  Metro Rail: শুধুমাত্র প্রয়োজনীয় কর্মীদের জন্য মেট্রো রেল শনিবার ২১৪টি এবং রবিবার ১২০টি ট্রেন চালাবে

শারীরিক দূরত্ব বজায় রেখে মেট্রো রেল শনিবার ২১ অগাস্ট থেকে ১০৪টি ট্রেনের বদলে ১৭২টি ট্রেন চালাবে। সকালে এবং বিকেলে ভিড়ের সময় প্রতি ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
ডব্লিউবিসিএস পরীক্ষার্থী এবং অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সুবিধার্থে মেট্রো রেল রবিবার অর্থাৎ ২২ অগাস্ট ১১২টি ট্রেন চালাবে। দক্ষিণেশ্বর ও দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।

আরও পড়ুন -  একগুচ্ছ বাড়তি মেট্রো ভাইফোঁটায়, জানিয়ে দিল মেট্রো রেলওয়ে

ডব্লিউবিসিএস পরীক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই পরিষেবার সুযোগ পাবেন। তাঁরা পরিচয়পত্র অথবা অ্যাডমিট কার্ড দেখিয়ে ট্রেনে উঠতে পারবেন। কোভিড পরিস্থিতির জন্য যাত্রীরা শুধুমাত্র স্মার্ট কার্ড দেখিয়ে যাতায়াত করতে পারবেন। সূত্রঃ পিআইবি।

আরও পড়ুন -  Ankita Mallick: সিজলিং হট লুকে অনুরাগীদের ঘুম উড়িয়ে দিলেন ছোটপর্দার ‘জ্যাস’ অঙ্কিতা