“লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলাদের কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক”, বাউরি সমাজের পক্ষ থেকে এই ডেপুটেশন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  “লক্ষী ভান্ডার প্রকল্পে মহিলাদের কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক” এই নিয়মে সরলীকরণ করা হোক সহ মোট 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন জেলাশাসকের দপ্তরে।বাউরি সমাজের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়েছে ।বৃহস্পতিবার আসানসোলের রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা থেকে এই মিছিল শুরু হয়ে জেলা শাসকের দপ্তরে পৌছায়।এদিন রাজবংশী বাউরি বলেন, দশ দফা দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হল।যে খানে মুল দাবি , লক্ষির ভান্ডার প্রকল্পে মহিলাদের কাস্ট সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে ।কিন্তু আমাদের বেশির ভাগ ক্ষেত্রে প্রথম জেনারেশন ছেলেদের কাস্ট সার্টিফিকেট আছে।মহিলাদের অনেক ক্ষেত্রেই নেই।সেই ক্ষেত্রে এর সরলীকরণ করে, পরিবারের একজনের থাকলেই যাতে সকলে এই আওতায় আসতে পারে তার আবেদন জানানো হবে।এ সহ মোট দশ দফা দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয় ।

আরও পড়ুন -  বিভিন্ন দাবি নিয়ে বল্লভপুর প্রধানকে স্মারকলিপি বামফ্রন্টের