Women’s Health: ঋতুস্রাবের দিনগুলিতে, পরিষ্কার পরিছন্ন রাখার ঘরোয়া টিপস

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    দিনে চারবার প্যাড পরিবর্তন করতে হবে। এর গায়ে যদি সবুজ রংয়ের রক্তের রং পরিবর্তন লক্ষ্য করেন তাহলে জানবেন এটি আপনার জন্য ভীষণ খারাপ। রক্তের রং ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে গিয়ে এমন সবুজ রঙে পরিণত হয় এমনটা কখনো হতে দেবেননা। অনেক সময় কোথাও যেতে হলে হেভি ফ্লো সময় আমরা প্রত্যেকেই দুটো তিনটে প্যাড ব্যবহার করে থাকি এটি কখনই উচিত না সুযোগ পেলে অবশ্যই মাঝখানে প্যাড পরিবর্তন করুন। বাজার চলতি প্যাড আমাদের শরীরের জন্য কখনোই ভালো না। কিন্তু আমাদের হাতে আর কোন উপায় থাকে না সেই জন্য আমরা এগুলোকেই ব্যবহার করি। এগুলো পরিবেশ বান্ধব ও নয়। তাই চেনাশোনা মহিলা টেলর দিয়ে কাপড়ের প্যাড তৈরি করিয়ে নিতে পারেন।

আরও পড়ুন -  Lifestyle: ৫ কথা গোপন রাখুন স্বামীর কাছে, তাহলে সুখ শান্তি ফিরবে সংসারে

এগুলো মোটামুটি তিন চার মাস খুব ভালো করেই ব্যবহার করা যায়। ব্যবহারের পরে ভালো করে সাবান এবং ডেটল জলে কেচে নিতে হবে। এইসব মনে করলে আগেকার দিনের মা ঠাকুমার কাপড় ব্যবহার করার কথা মনে পড়ে যায়। দেখবেন তাদের মধ্যে রোগভোগের সম্ভাবনা অনেক কম ছিল। কারণটা হয়ত এটাই। আর যদি না তা সম্ভব হয়, তাহলে মেনস্ট্রুয়েশন কাপ অথবা ট্যাম্পন ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন -  নিহত ৬, বিমান বিধ্বস্ত কানাডায়