Horoscope: আজ ৯ই আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ  আজ ৯ই আগস্ট (২৩ শে শ্রাবণ)সোমবার রাশিফল।

মেষঃ আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ আজ  কোনো বন্ধুর সাথে সংঘর্ষে আহত হতে পারেন। মাথা ঠান্ডা রেখে ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সংঘর্ষে কোনো বড় ক্ষতি হতে পারে। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ দিনটি বেশ শুভ। জ্ঞানী গুণী ব্যক্তিদের সুপরামর্শ আপনার জীবনে বিশেষ সহায়তা এনে দিতে পারে। গুনীজনদের কথা মেনে চলুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৪ই নভেম্বর, রাশিফল দেখুন

কর্কটঃ  আপনি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। চিকিৎসায় বেশ খরচ হতে পারে।

সিংহঃ আজ  কোনো কারণে কারোর প্রতি ঈর্ষান্বিত হতে পারেন। মন ও মাথা শান্ত করুন। প্রতিদিন একবার করে নিয়মিত যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কন্যাঃ আজ  বুঝে শুনে কাজ কর্ম করুন। কোনো জিনিস অপচয় হওয়ার সম্ভাবনা আছে৷ মাপ মাফিক কাজ করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

আরও পড়ুন -  সংসার ছেড়ে পালালো বাবা, স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, দুই ছেলে হাঁটাচলা করতে পারেনা

তুলাঃ আজ শিল্পীদের জন্য দিনটি বেশ শুভ। নাচ গান আঁকার জন্য বেশ নাম ডাক হতে পারে। নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। নতুন বিয়ের সমন্ধ আসতে পারে। দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ  আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেননা। মাথা ঠান্ডা রাখুন।

আরও পড়ুন -  Mamata Banerjee: পুজোয় মুক্তি পেল মুখ্যমন্ত্রীর ‘মিউজিক অ্যালবাম’, মুকুটে যোগ নতুন পালক

মকরঃ আজ  ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। দুজনে ভালো সময় কাটান।

কুম্ভঃ  আপনি পড়াশোনায় বেশ মনোযোগী হয়ে উঠ হয়ে উঠবেন। ভালো করে নিজের পড়াশোনা করলে পরীক্ষায় সাফল্য পেতে পারেন। ভালো জায়গায় পড়ার সুযোগ পেতে পারেন।

মীনঃ আজ মেয়েরা কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। সাবধানে থাকুন। দেখে শুনে রাস্তা দিয়ে চলা ফেরা করুন। দিনটি বেশ একটা ভালো যাবেনা।