Horoscope: আজ ৬ই আগস্ট, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   Horoscope: আজ ৬ই আগস্ট, রাশিফল কি বলছে পড়ুন।

মেষঃ আজ আপনি দীর্ঘদিন কোনো বিপদে থাকলে আজ নিজের বুদ্ধি দিয়ে সেই বিপদ থেকে মুক্তি পেতে পারেন। সাবধানে নিজের কাজ করার চেষ্টা করুন।

বৃষঃ আপনি কোনো ভুল কাজের জন্য অনুতাপ করতে পারেন। ভেঙে না পড়ে মন শক্ত রাখুন। নিয়ম করে যোগাভ্যাস করুন।

মিথুনঃ আজ  কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

আরও পড়ুন -  Actress Dighi: ‘মানসিকভাবে বিবাহিত’, বললেন অভিনেত্রী দীঘি!

কর্কটঃ  আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

সিংহঃ আজ আপনি বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

কন্যাঃ আজ আপনার সঞ্চিত অর্থ বিপুল পরিমাণে খরচ হওয়ার সম্ভাবনা আছে। বুঝে শুনে টাকা ব্যয় করুন। বিনা কারণে টাকা পয়সা খরচ করবেননা। সব দিক বিবেচনা করুন।

আরও পড়ুন -  Pia Jannatul: পিয়া জান্নাতুল, নতুন এক জগৎকে চিনছি

তুলাঃ আজ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য  সুখকর হবে।

বৃশ্চিকঃ আজ বিজ্ঞানীদের জন্য দিনটি বেশ শুভ। নতুন গবেষণার বিষয়ে সাফল্য পেতে পারেন। কোনো নতুন বিষয় নিয়ে গবেষণা করতে পারেন। মন দিয়ে কাজ করুন।

ধনুঃ আজ আপনার অনেকদিনের মনস্কামনা পূর্ণ হতে পারে। ভগবানের কাছে কোন মানত থাকলে তা অবশ্যই পালন করুন। দিনটি বেশ ভালোই যাবে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২৬শে অক্টোবর, রাশিফল দেখুন

মকরঃ  আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

কুম্ভঃ আজ আপনার সন্তান সন্ততিদের স্নেহ করুন। বাড়ির ছোট সদস্যের প্রতি অনুরাগ বাড়তে পারে। সব মিলিয়ে দিনটি সুখকর হবে।

মীনঃ আজ অন্যায় কিংবা অবিচারের শিকার হতে পারেন। ভাই ভাই দ্বন্দ্ব কিংবা সম্পত্তি নিয়ে বোঝাপড়ার সঠিক দিন আজ নয়। সমস্যা দেখলে এড়িয়ে চলুন।