৫ আগস্ট দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে’, ব্যাখ্যা দিলেন মোদি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ভারতের সাংস্কৃতিক, ধার্মিক ও রাজনৈতিক ইতিহাসে আজকের দিন অর্থাৎ ৫ আগস্ট দিনটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুবিধা ভোগীদের সঙ্গে কথা বলার সময় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বললেন, এই দিনে একাধিক কীর্তিমান স্থাপিত হয়েছে ভারতের জন্য। একদিকে যেমন আজকের দিনেই জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা সরিয়ে দিয়ে জম্মু-কাশ্মীর কে আবারো জাগ্রত করা হয়েছিল, ঠিক একইভাবে আজকেই ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ভারতের ঐতিহ্যের পীঠস্থান অযোধ্যা রাম মন্দির এর।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজকে উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এর একটি বৈঠকে এই প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে একটি বৈঠক করার সময় আজকের দিন সম্পর্কে বার্তা দিলেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরো যোগ করলেন, ” গত বছর আজকের দিনেই রাম মন্দির এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। আজকে সেই বহু প্রতীক্ষিত রাম মন্দিরের কাজ চলছে। ” তিনি আরো বললেন, ” আজকে উত্তরপ্রদেশের ১৫ কোটি মানুষ খাবার পাচ্ছেন। এর আগে, যখন করোনাভাইরাস এর মত কোন বড় প্যানডেমিক আসতো তখন সম্পুর্ন সিস্টেম একেবারে ভেঙে চুরে যেত। কিন্তু আজকে সেরকম কিছু করছে না। উত্তরপ্রদেশকে আগে শুধুমাত্র রাজনীতির তীর্থ ক্ষেত্র হিসেবে বিচার করা হতো, কোন উন্নতি সাধন করা হতো না উত্তর প্রদেশের। কিন্তু আজকে উত্তরপ্রদেশে উন্নতি হচ্ছে। ”

আরও পড়ুন -  Street Children: পথশিশুদের বিজয়ার মিষ্টিমুখ সুসম্পর্কের

প্রধানমন্ত্রী আরো যোগ করলেন, ” উত্তরপ্রদেশে একাধিক কাজকর্ম চলছে। মেগা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে উত্তর প্রদেশের। উত্তরপ্রদেশের উন্নয়ন বর্তমানে প্রবল গতিতে এগোচ্ছে। হাইওয়ে, এক্সপ্রেসওয়ে, ডিফেন্স করিডোর থেকে শুরু করে আরো অনেক কিছু দেখতে চলেছে উত্তর প্রদেশ। করোনাভাইরাস প্যানডেমিক চললেও রাজ্যের উন্নতি তে কোন রকম হস্তক্ষেপ করা হয়নি।”

আরও পড়ুন -  দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের, বিনামূল্যে চাকরির প্রশিক্ষণ

তবে শুধুমাত্র যে, জম্মু-কাশ্মীর এবং অযোধ্যার রাম মন্দির তা কিন্তু নয়, আজকের দিনটি ভারতের ইতিহাসে আরো একটি কারণে উজ্জ্বল হয়ে থাকবে। আজকেই সকালে, ভারতের পুরুষ হকি দল জার্মানির মতো একটি টিমের বিরুদ্ধে জয় লাভ করে ভারতের জন্য ব্রোঞ্জপদক নিয়ে এসেছে। দীর্ঘ ৪১ বছরের অপেক্ষার পরে আজকেই অর্থাৎ ৫ আগস্ট এই ঐতিহাসিক দিনে ভারতের পুরুষ হকি দল আবারো অলিম্পিকস এর মত একটি জায়গায় নিজেদেরকে প্রমাণ করতে পারল। এই কারণেই প্রধানমন্ত্রীর ঘোষণা, ‘ আজকের দিনটা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ‘

আরও পড়ুন -  One Nation One Election: এক দেশ এক নির্বাচন, মোদি সরকারের পদক্ষেপ, আসছে নতুন বিল