বাদলা_দিনে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

বাদলা_দিনে

কাজল কালো মেঘের মালা
যাচ্ছে কোথায় ভেসে
মাঝ দুপুর সূয্যি ঠাকুর
লুকিয়েছেন হেসে।।

মেঘ সেঁচা জল ঝরে অবিরল
ভিজছে পৃথিবী
আসছে মাসে ধানের চাষে
সোনালী এক ছবি।।

পুকুর ঘাট ক্ষেত জমি মাঠ
হয়েছে বানভাসি
ঘর বাড়ি সব আবছা ধূসর
জমছে জলরাশি।।

আরও পড়ুন -  Weather Update: লাল সতর্কতা উত্তরের পাঁচ জেলায়, ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে

দস্যি ছেলে বেড়ায় খেলে
মাখছে কাদা জল
জল থৈ থৈ খুশি হৈ চৈ
আনন্দ আজ প্রবল।।

ভূতের গল্প তার অল্প স্বল্প
দিব্যি লাগে শুনতে
বৃষ্টি ঝমঝম গা ছমছম
কল্পনার জাল বুনতে।।

পাতার ভেলা রথের মেলা
মজা হরেক রকম,
টাটকা তাজা ইলিশ ভাজা
খিচুড়ি গরমাগরম।।

আরও পড়ুন -  আমি ও তিমিরকান্তি

পাখির ছানা হয়নি ডানা
ভয়ে ভয়ে চুপচাপ
পক্ষী-মাতা ডানার ছাতা
খুলল, দিল তাপ।।

আহ্লাদী ব্যাঙ করে ঘ্যাঙ্ ঘ্যাঙ্
একঘেয়ে এক ডাক
ক্ষেতের ধারে কি বাহারে
কলমি লতা শাক!!

হাঁকছে কানাই একলা গাই
ভিজে ভিজে হলো সারা
ঘনায় আঁধার ঘরে ফেরার
করেনা কোনো তাড়া।।

আরও পড়ুন -  Saayoni Ghosh: কি বললেন সায়নী ? শাঁখা-সিঁদুর পড়ে ছবি পোস্ট করার পর

মন্থর চাল বলদ হাল
ক্ষেত চষছে চাষি
আহা বরষা ! দেয় ভরসা
জাগে আনন্দ হাসি।।

কদম জুঁই ভরেছে ভুঁই
বাতাসে সুগন্ধ
খুশিয়াল প্রাণ করে আনচান
ঘরেতে থাকেনা বন্ধ।।

(কলমে ✍️, মৌলি বণিক)