দু হাজার একুশ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

দু হাজার একুশ

এমন একটা শহর চাই যেখানে একটা গোটা বছরের বন্দী জীবন কাটিয়ে নতুন সূর্যের আগমন হবে,
এমন একটা শহর চাই যেখানে সবাই… সব্বাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে,
এমন একটা শহর চাই যেখানে থাকবেনা কোনো দুঃখ কষ্ট খারাপ লাগা….
শুধু থাকবে কাছের মানুষদের ভালোবাসা আর একটু অভিমান ।
এমন একটা শহর চাই যেখানে সবাই তার নিজের মানুষগুলোকে নিয়ে নিজে নিজের মতো ভীষণ ভীষণ খুশি ।
এমন একটা শহর চাই যেখানে হাত ধরে থাকার মানুষগুলো নিজের লোকের হাত ছাড়িয়ে চলে যায়না।
এমন একটা শহর চাই…যেখানে ডির্ভোস, ডোমেস্টিক ভায়োলেন্স, ধর্ষণ, প্রতারণা, তাচ্ছিল্য, অপমান….
এই সমস্ত…সমস্ত কথাগুলো মিথ্যে।
যেখানে কারোর প্রাক্তন থাকবেনা
যেখানে কারোর ঘর ভাঙার ইতিহাস থাকবেনা
যেখানে কোনো নারীর বিরহে কোনো পুরুষ মদ্যপান করবেনা…।
যেখানে কোনো পুরুষের তাচ্ছিল্যে কোনো নারী বেশ্যা হয়ে উঠবেনা ।
হ্যাঁ দু হাজার একুশ…..
তোমার কাছে ঠিক এমনই একটা শহর চাই….
ঠিক, এমনই একটা শহর চাই ।।

আরও পড়ুন -  Buddha Purnima: বুদ্ধ পূর্ণিমা, ধ্যান এবং আত্মদর্শন

 

সুমনা বাগচী ( লেখিকা )