Horoscope: আজ ৪ঠা আগস্ট, রাশিফল পড়ুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   Horoscope: আজ ৪ঠা আগস্ট, রাশিফল।

মেষঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। দিনটি বেশ ভালোই যাবে।

বৃষঃ  আপনার জন্য দিনটি খুব একটা সুখকর নয়। অত্যাধিক লোভে নিজের ক্ষতি হতে পারে। বেশি লোভ করবেন না। সৎ উপায়ে আয় করার চেষ্টা করুন তাহলে ভালো থাকবেন।

মিথুনঃ আজ ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

আরও পড়ুন -  Horoscope: আজ ৪ঠা জানুয়ারি (১৯শে পৌষ) মঙ্গলবার রাশিফল দেখুন

কর্কটঃ আজ আপনার সন্তান নানান ভাবে শারীরিক কষ্টে ভুগতে পারেন। জ্বর সর্দি কাশি হলে ভালো জায়গায় চিকিৎসা করান। সন্তানের প্রতি যত্নশীল হবেন।

সিংহঃ  ধন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা আছে। নাম ডাক হতে পারে। যশ প্রতিপত্তি বেড়ে যাবে। মনে একদম হিংসে আনবেন না। দিনটি বেশ ভালোই যাবে।

কন্যাঃ  আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন। ভালো চোখের ডাক্তারের কাছে চিকিৎসা করান। ভালো লেন্সের চশমা পড়ুন। চোখের প্রতি যত্নশীল হন।

তুলাঃ আজ আপনার টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। বিনা কারণে বাজে খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা,  কাজেই লটারি, বাজি ও জুয়াখেলা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন -  Horoscope: আজ ১লা সেপ্টেম্বর, রাশিফল পড়ুন

বৃশ্চিকঃ  আপনার নাম কোনো মামলা মোকর্দ্দমায় জড়িয়ে যেতে পারে। বিপুল পরিমাণে অর্থ খরচ হতে পারে। এই মামলায় জয় হবে। মন শক্ত রেখে কাজ করুন।

ধনুঃ আজ সাপের থেকে কোনো ভাবে ক্ষতি হতে পারে। সাবধানে থাকুন। চোখ কান খোলা রেখে কাজ করুন। আজ খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Gold Price Hike: সোনা ও রূপার দাম, লক্ষ্মীবারে আবার বাড়লো, আঁতকে উঠবেন ১০ গ্রামের দাম শুনলে

মকরঃ  শিল্পীদের জন্য দিনটি বেশ শুভ। নাচ গান আঁকার জন্য বেশ নাম ডাক হতে পারে।নিজের কলানুশীলনের জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে কাজ করুন।

কুম্ভঃ আজ কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

মীনঃ আজ আপনাকে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস করে সব কিছু বলবেন না। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।