Horoscope: আজ ৩রা আগস্ট, রাশিফল দেখুন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   Horoscope: আজ ৩রা আগস্ট, রাশিফল।
মেষঃ আজ আপনার অফিসে কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজের পাশাপাশি নিজের প্রতি যত্নশীল হন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃষঃ আজ দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে গোপন শত্রুর সংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

মিথুনঃ  সন্তানের সাথে কোনো কথা নিয়ে কিছু বিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Horoscope: আজ ১৩ই অক্টোবর, শুভ মহা অষ্টমী, রাশিফল দেখুন

কর্কটঃ  আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। ভালোবাসার মানুষের সাথে বেশ ভালোই কাটবে।

সিংহঃ  আপনার ইউরিনের কোনো সমস্যা হতে পারে। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক করে ওষুধ খান। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো যাবে না।

কন্যাঃ  অসৎসঙ্গ বা খারাপ মানুষের সংস্পর্শে আসতে পারেন। ঠিক মতো বিচার করে ভালো বন্ধু নির্বাচন করুন। সাবধানে থাকুন। দিনটি খুব একটা সুখকর নয়।

আরও পড়ুন -  Flying Motorcycle: উড়ন্ত মোটরসাইকেল! বাস্তবেই বাজারে আসতে যাচ্ছে

তুলাঃ আজ হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এতে কোনো বড় ক্ষতি হতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন।

বৃশ্চিকঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। কাজের জায়গায় উপস্থিত বুদ্ধির জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

ধনুঃ  বাড়ির কোনো সদস্যের সাথে সমস্যা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Dance Video: ঝড় তুললেন যুবতী কাভালা গানে অপূর্ব নাচ দেখিয়ে, যদি দেখেন তাকিয়ে থাকতে হবে

মকরঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে নিজের কাজ করুন।

কুম্ভঃ  কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।

মীনঃ আজ আপনার দিনটি বেশ সুখকর। কাজের জায়গায় প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। আপনার ব্যবসায়ে উন্নতি হতে পারে। আর্থিক উন্নতি হতে পারে।