Horoscope: আজ ২৮ শে জুলাই, রাশিফল কি বলছে ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

মেষঃ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃষঃ দিনটি খুব একটা সুখকর নয়। পুরোনো কোনো কাজ সফল না হওয়ায় কষ্ট পাবেন। আবার চেষ্টা করুন সফল পাবেন। মন শক্ত করুন,সহজে ভেঙে পড়বেন না।

মিথুনঃ আজ আপনার কাছের কোনো বন্ধু বিশ্বাসের সুযোগ নিয়ে মানহানির চেষ্টা করতে পারে। চোখ কান খোলা রেখে কাজ করুন। সহজে ভেঙে পড়বেননা।

আরও পড়ুন -  বাবার কোলে কি সুন্দর ভাবে চেয়ে আছে ছোট্ট ইউভান, মাকে ছাড়া

কর্কটঃ দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই।

সিংহঃ আপনার কোনো আত্মীয়ের সাথে পারিবারিক অশান্তি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো নয়।

কন্যাঃ বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে-শুনে ব্যয় করুন। দেখে শুনে কাজ করুন। দিনটি খুন একটা ভালো যাবে না।

আরও পড়ুন -  Turkey: এরদোয়ান, তৃতীয় বারের মতো শপথ গ্রহণ করবেন ৩ জুন

তুলাঃ আজ সৎ কাজে টাকা পয়সা খরচ করতে পারেন। ভালো কাজের জন্য প্রশংসিত হতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আপনার অফিসে কাজের চাপ বাড়তে পারে। আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। মন শান্ত রেখে প্রতিদিন যোগাভ্যাস করুন।

ধনুঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর । অন্যের উপকার করলে মন শান্তি পাবে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন। মন দিয়ে কাজ করুন।

মকরঃ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। নিজের প্রতি যত্নশীল হন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। চিকিৎসায় বেশ খরচ হতে পারে।

আরও পড়ুন -  Horoscope: আজ ২২শে নভেম্বর, রাশিফল দেখুন

কুম্ভঃ আজ আপনার বাড়িতে পরিবারের প্রতি দায়িত্ব বৃদ্ধি হতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। প্রমোশন হতে পারে। মন দিয়ে বাড়ি ও অফিসে কাজ করুন।

মীনঃ আগুন থেকে বড় কোনো ক্ষতি হতে পারে। সাবধানে চোখ কান খোলা রেখে কাজ করুন। নিজের প্রতি যত্নশীল হন। দিনটি খুব একটা ভালো নয়।