পাচার হওয়ার আগেই, পাচারকারীকে গ্রেফতার করল মালদা রেল পুলিশ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   পাচার হওয়ার আগেই হাজার খানেক খাঁচাবন্দী টিয়া সমেত এক পাচারকারীকে গ্রেফতার করল মালদা রেল পুলিশ। মঙ্গলবার রাতে কলকাতাগামী ডাউন যোগবানি এক্সপ্রেসের একটি সংরক্ষিত কামরা থেকে ওই পাচারকারীকে বমাল গ্রেফতার করা হয়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শেখ শহীদ। সে কাটিহার থেকে যোগবানি এক্সপ্রেসে ওঠে। তার টিকিট বর্ধমান পর্যন্ত সংরক্ষিত ছিল। তবে, পাখিগুলি কোথা থেকে সে নিয়ে এসেছিল, বা কোথায় পাচারের ছক ছিল তা এখনও স্পষ্ট হয়নি। ধৃতের কাছ থেকে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার টিয়াপাখি ও একটি বিরল প্রজাতির ময়না বাজেয়াপ্ত করা হয়েছে । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে যোগবানি এক্সপ্রেসে তল্লাশি চালান রেল পুলিশের জওয়ানরা। ট্রেনের স্লিপার কোচের ৮ নম্বর কামরা থেকে পাখিগুলি উদ্ধার হয়। পাখি সমেত ধৃত যুবককে মালদা ফরেস্ট রেঞ্জ অফিসারের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন -  Imran Khan: ইমরান খান গ্রেপ্তার হতে পারেন

 ভি বি শর্মা, ইন্সপেক্টর, আরপিএফ, মালদা