শূন্য বলয়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

শূন্য বলয়

বেলাভূমির প্রতিটি বালুকণায় যতটা চকমকির ঘোর থাকে
জোনাকির গায়ে যতটা জ্যোৎস্না ক্ষত থাকে
পাহাড়ি দীর্ঘশ্বাসে যতটা আর্দ্রতা থাকে
তার চরম বৈপরীত্যেও তুমি লেপ্টে থাকো
আমার জৈবিক অলংকারের মানভূমিতে,
নিরপেক্ষতার অনুশাসনে আমি ক্ষতবিক্ষত হই প্রতিনিয়ত,
জমাট বাঁধা শূন্যতায় যে মন ধর্ষিত হয়
তাকে জিজ্ঞাসা কোরো না বৃষ্টির উপকরণ….
পচা গলা ইতিহাসেও সে ভিসুভিয়াস হতে পারে
যতই মেঘ জমুক অনিশ্চয়তার গোপন বলয়ে।

আরও পড়ুন -  Short Film: পাড়ার এক যুবকের সাথে ঘনিষ্ঠতা, গৃহবধূর এই গোপন কুকীর্তি এই শর্ট ফিল্মে

ভারসাম্য রক্ষায় আজও তাই
কিছু শূন্যস্থানে নদী জন্ম হয়
কিছু শূন্যস্থানে থাকে আলোকবর্ষ অপেক্ষা।।

কবি পরিচিতি /  টিঙ্কু মুখার্জী

ছোট মফস্বল শহরে জন্ম এবং সাহিত্যের ছাত্রী না হয়েও সাহিত্য কে ভালোবেসে বড়ো হয়ে উঠা। তবে কলম ধরার গল্পটা অল্প কিছুদিনের। মুখ বইয়ের মাধ্যমেই হঠাৎ করেই এই সুপ্ত অক্ষর প্রেম জাগ্রত হয় আমার মনে। যখন যা ভালো লাগে শব্দরা মালা গাঁথে মনে, তারপর সেটুকু প্রকাশ করি মনের আনন্দে। সেই অর্থে কবি নই একদমই, তবে চিরকাল সৃষ্টির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাই আমার পাথেয়।

আরও পড়ুন -  ভীষণ এক নিম্নচাপ