টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ অবৈধভাবে বালি তোলার জন্য এবার নদীর গতিপথে তৈরি হলো অস্থায়ী বাঁধ। ঘটনাটি দামোদর নদের ওপর আসানসোলের কুলটি থানা এলাকায়। যেখানে, নদী থেকে বালি তোলার কাজের জন্য কার্যত নদীতে তৈরি হয়েছে অস্থায়ী বাঁধ। শুধু আজ নয় বছরের পর বছর এভাবেই আসানসোলে কুলটি শীতলপুর এলাকা থেকে চলছে বালি তুলে তা পাচারের কাজ।যদিও প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা তৃণমূল নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এটিকে অসামাজিক কাজে বলে আখ্যা দিয়েছেন কিন্তু এই যে ঘটনা এই ঘটনা কোনও নতুন ঘটনা নয় দীর্ঘদিন ধরে এভাবেই ওই এলাকা থেকে বালি পাচারের কাজ চলেছে। তাহলে এতদিন কি ঘুমাচ্ছিলেন উজ্জ্বল বাবু?অন্যদিকে এ প্রসঙ্গে কুলটি বর্তমান বিধায়ক অজয় পোদ্দার জানান ইতিমধ্যেই এ বিষয়ে চেক ড্যাম তৈরির মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন রেখেছেন তিনি।এখন দেখার যেখানে সদ্য রাজ্যের মুখ্যমন্ত্রী অবৈধ বালি উত্তোলন নিয়ে মুখ খুলেছেন সেখানে আদৌ কখনো এই অবৈধভাবে বালি উত্তোলনের কাজ বন্ধ করা যায় নাকি দামোদর থেকে।
আসানসোলে কুলটি শীতলপুর এলাকায়, অবৈধভাবে বালি তুলে পাচারের কাজ চলছে দীর্ঘদিন ধরে !
Published By: Khabar India Online |
Published On: