ভয় না পেয়ে খেলছে সাপের সাথে, বিষধর সাপ, Viral Video

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   এক খুদে নিজের হাতে সাপকে চোখের সামনে দেখে তাহলে কি হবে ঘটনাস্থলে ভাবতে পারছেন? অবশ্যই শিশুটি ভয় পাবে। কিন্তু না এক্ষেত্রে এই একরত্তি ভয় পেলনা।

ইউটিউবে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এমন ঘটনা সকলে সামনে এসেছে। একটি সাপ, মাটির বাড়ির উঠান বেয়ে চলছে। তার মাঝেই ছোট্ট মেয়ে সাপটিকে ভয় না পেয়ে সাপের লেজের সাথে খেলছে। একবার এখান থেকে অন্যদিকে সরিয়ে দিয়েছে। সাপটিও নিজের মতো চলার চেষ্টা করছে। কেউ কারোর থেকে কম যায় না। দুজনেই দুজনকে নিয়ে খেলতে ব্যস্ত।

আরও পড়ুন -  Iran: প্রথম মৃত্যুদণ্ড কার্যকর, ইরানে সরকার বিরোধী বিক্ষোভে

ভিডিয়োটি ভাইরাল ভিডিও থেকে শেয়ার করেছে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাপটি বেশ লম্বা। যতই লম্বা হোক তবে এই একরত্তি একেবারে সাপটিকে ভয় পায়নি। এই একরত্তির কাছে সাপটি ছিল কাছের কোনো বন্ধু। অনেকে এর তীব্র নিন্দা করলেও অনেকে এই মেয়ের সাহস দেখে প্রশংসা করেছেন।

আরও পড়ুন -  কাজল রাঘওয়ানি সম্পর্কে ছিলেন খেসারি লাল যাদবের সাথে বহু দিন, এখন সম্পর্ক ভেঙে যায় এই সুন্দরী’র জন্য

ভারতবর্ষের কোন জায়গা থেকেই এই ভিডিয়োটি করা হয়েছে তা এখনো কিছুই জানা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে ভারতের আনাচে কানাচে এই ভয়ঙ্কর ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন -  Nora Fatehi: হাসির ফোয়ারা, হাওয়া ভরা বালিশ, না সাবানের ফেনা, কী পরেছেন নোরা ফতেহি?