‘খেলা হবে’ দিবস পালিত হবে, জানাল খোদ তৃণমূল সুপ্রিমো

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   শহীদ দিবস একুশে জুলাই এর দিন ‘ খেলা হবে’ দিবসের দিনক্ষণ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়ে দিলেন, আগামী ১৬ ই আগস্ট পালিত হবে ‘ খেলা হবে’ দিবস। খেলা হবে দিবস পালন করার জন্য তিনি শুধুমাত্র ১৬ ই আগস্ট তারিখটিকে বেছে নিলেন কেন? উপরন্তু এই তারিখটি আবার বঙ্গ ফুটবলের একটি অন্যতম কালো দিন। প্রায় সকলে জানে।

আরও পড়ুন -  দেশের সম্পত্তিতে বিজেপির অধিকার নেই, রাহুলের সুরে সুর মিলিয়ে মোদিকে কটাক্ষ মমতার

ইডেন গার্ডেনে তখন ফুটবল খেলা হতো, সালটা ১৯৮০। মাঠে তখন খেলছে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। ডার্বি ম্যাচটি চলাকালীন হঠাৎ করেই দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্যালারি প্রত্যেকটি দর্শকের মধ্যেও সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। তীব্র বাদানুবাদ, ধাক্কাধাক্কি, মারামারি, এবং একটি স্ট্যাম্পেড। এই চরম বিশৃংখলার মধ্যে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে মারা যান দুই দলের ১৬ জন সমর্থক।

আরও পড়ুন -  দুয়ারে ত্রাণ প্রকল্প, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে বেশি জমা পড়েছে আবেদন

সেই থেকেই এই দিনটি জাতীয় ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। জাতীয় ফুটবল প্রেমী দিবসেই খেলা হবে দিবস পালন করার পরিকল্পনা গ্রহণ করছেন মমতা। একুশের ভোটযুদ্ধের তৃণমূলের প্রধান স্লোগান খেলা হবে নিয়ে একটি দিবস পালন করার কথা আগেই বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিবসের নামে একটি প্রকল্প আনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পে পাশাপাশি, এবারে একটি নতুন দিবস পালন করার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বেশ কিছু ক্লাবকে ফুটবল প্রদান করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ধারণা যদি এই ফুটবল দেওয়া হয় তাহলে গ্রাম বাংলার বেশ কিছু খেলোয়াড় সুযোগ পাবেন। তার ফলে, ফুটবলের প্রতি বাংলার ছেলেদের আগ্রহ বাড়বে।

আরও পড়ুন -  Ratna Ghoshal: রত্না ঘোষালের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অভিজ্ঞতা, বিষ্ফোরক রত্না ঘোষাল