মান্থলি’র সাথে কাটা যাবে দৈনিক টিকিটও, নতুন নিয়ম পূর্ব রেলের

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   সাধারণ যাত্রীদের জন্য এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি করোনাভাইরাস এর কথা মাথায় রেখে। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব পুরোপুরি কিন্তু কমে যায়নি। এই কারণে রাজ্য সরকারের তরফ থেকে লোকাল ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়নি। তবে, জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেনে উঠতে পারছিলেন তাদের বিশেষ পরিচয় পত্র দেখিয়ে। তবে এতদিন পর্যন্ত ট্রেনে উঠতে গেলে তাদের পরিচয় পত্র দেখিয়ে মাসের টিকিট কাটতে হচ্ছিল। তবে শিয়ালদা শাখায় এই ব্যবস্থার কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার থেকে ট্রেনে উঠতে গেলে তারা দৈনিক টিকিট কাটতে পারবেন বলে জানা যাচ্ছে। এই খবরে স্বভাবতই খুশি মানুষেরা।

আরও পড়ুন -  কবে থেকে চলবে লোকাল ট্রেন ? জানিয়ে দিলো পূর্ব রেল

রেল সূত্রে জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের নির্দিষ্ট নথি দেখিয়ে লোকাল ট্রেনের মাসিক টিকিট কাটতে পারছিলেন। এবার থেকে ওই একই নথি থেকে লোকাল ট্রেনের দৈনিক টিকিট কাটতে পারবেন তারা। ভারতে এবং পশ্চিমবঙ্গে করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউ এর প্রভাব শুরু হওয়ার পর থেকে লোকাল ট্রেন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এখনো পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। কিন্তু পূর্ব রেলওয়ে নিজেদের কর্মীদের জন্য স্পেশাল ট্রেন চালানো শুরু করেছিল।

আরও পড়ুন -  গার্ড লাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদে, চলছে ধর্না

বর্তমানে যেটুকু চলছে সেটুকু মূলত স্পেশাল ট্রেন এবং সেখানে সাধারণত জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত মানুষেরা ওঠার অনুমতি পান। এতদিন পর্যন্ত ওই জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক টিকিট কাটার জন্য নির্দিষ্ট নথি দেখাতে হত।

আরও পড়ুন -  Web Series: এই ধরনের ‘স্পেশাল’ অন্তর্বাস পরতেই শরীরে রোমান্স, ঘর ও দরজা বন্ধ করে দেখবেন

জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত কর্মীরা একটি নির্দিষ্ট গন্তব্যের মধ্যে যাতায়াত না করার ফলে কিছু কিছু সমস্যার মধ্যে ছিলেন। এই নিয়ে তারা পূর্ব রেলওয়ে দ্বারস্থ হন। দৈনিক টিকিট কাটতে পারলে তারা নির্দিষ্ট নথি দেখিয়ে প্রত্যেকদিনের যাত্রাপথের টিকিট আলাদা আলাদা ভাবে কাটতে পারবেন। সেই আবেদনে সাড়া দিয়ে এবারে জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের সুবিধার্থে নতুন নিয়ম জারি করল পূর্ব রেলওয়ে। আপাতত শিয়ালদা স্টেশনে এই পরিষেবা কার্যকরী হয়েছে।