‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী কে ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   ‘মিঠাই’ এর ‘উচ্ছেবাবু’, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন, পাত্রী কে ?

‘মিঠাই’ এর সিড এখন বাংলার লক্ষ লক্ষ তরুণীর ক্রাশ। এই বং ক্রাশ বাংলার বহু মহিলার মন ভেঙে দিয়েছেন। হ্যাঁ মিঠাইয়ের উচ্ছেবাবু রিলে বিয়ে না মানলেও বাস্তবে বিয়ে মানে। তাই তো চলতি বছরেই সকলের মন ভেঙে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেতা আদৃত রায়।

টলিপাড়াতে এমনই গুঞ্জন। জানা যাচ্ছে, চার মাস পরেই নভেম্বর মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মিঠাইয়ের উচ্ছেবাবু। ধারাবাহিকে সিড যেমন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এক্কেবারে মুখচোরা তেমন আদৃতও বাস্তবে তাই। অন্য নায়ক নায়িকাদের মতো সোশ্যাল মিডিয়া থেকেও দূরেই থাকতে বেশ ভালোবাসেন। কাজ নিয়ে কথা বলেছেন, গান গেয়েছেন কিন্তু প্রেম নিয়ে কখনওই তেমনভাবে কিছু বলেননি। এত বছর ধরে তাঁর প্রেমিকার কথা জানতেও পারেননি কেউ

আরও পড়ুন -  বিখ্যাত চিত্র সাংবাদিক রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালন, মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ

দীর্ঘ দশ বছর ধরে প্রেম সম্পর্কে আবদ্ধ আদৃত, এবার ১০ বছরের প্রেমকে পরিণতি দেওয়ার পালা। পাত্রীর নাম, সুপ্রিয়া। অভিনেতার বিশেষ বান্ধবী থাকেন মুম্বাইতে। সম্ভবত বিনোদন জগতের সঙ্গে যুক্ত সুপ্রিয়া। দুজনের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। আদৃতের হবু শ্বশুরমশাই মুম্বইয়ের নামী আর্ট ডিরেক্টর। যদিও বান্ধবীর সঙ্গে কখনোই নিজের ছবি প্রকাশ্যে আনেননি আদৃত। তবে নভেম্বর মাসেই বিয়ে করবেন একথা এখনো কিছুই বলেননি আদৃত।

আরও পড়ুন -  Soumitrisha Kundu: ‘মিঠাই’ অন্য রূপে, ‘কমলে কামিনী' (Kamole Kamini) মা দুর্গার এক অবতারে

এখন মিঠাই – সিদ্ধার্থের ডিভোর্স পরবর্তী ফুলশয্যা নিয়ে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা। একমাস পর কি সিড মিঠাইয়ের বিবাহিত সম্পর্ক মধুর হবে এই নিয়ে চলছে দর্শকদের মনে অনেক প্রশ্ন। গত সপ্তাহেও ১০.৯ পেয়ে টিআরপি রেটিংয়ের সঙ্গে এক নম্বর স্থান ধরে রেখেছিল মিঠাই। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থায় সহকারী পরিচালক হিসাবে টলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন আদৃত। এরপর ‘নূর জাহান’, ‘প্রেম আমার টু’, ‘পরিণীতা’,’ ও পাসওয়ার্ড’ এর মতো ছবিতে অভিনয় করেছেন আদৃত।

আরও পড়ুন -  ভেজা শরীরের ভিডিও শেয়ার করে লিখেছেন, ঝুঁকি নিলেই গল্প তৈরি হয় !