‘ মিঠাই ’ সিরিয়াল ছেড়েছিলেন, ফুটফুটে সন্তান অভিনেত্রী প্রিয়মের কোলে এলো

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   আন্তর্জাতিক পিতৃদিবসে ইন্সটাগ্রামে প্রিয়ম চক্রবর্তী (prriyam chakraborty) র সঙ্গে নিজের সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে শুভজিৎ কর (shubhajit kar) প্রিয়মের অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিয়েছিলেন। 16 ই জুলাই সন্ধ্যার মুখে শুভজিৎ শেয়ার করলেন নীল রঙের উপর ছোট্ট পায়ের ছাপের ছবি। ছবিতেই শুভজিৎ লিখেছেন ‘ইটস আ বয়’।

আরও পড়ুন -  Katrina-Vicky Wedding: প্রথম ছবি শেয়ার, ভিকি-ক্যাটরিনা স্বামী-স্ত্রী

16 ই জুলাই বিকালে ভাগীরথী নেওটিয়া উওম্যান অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টারে প্রিয়ম পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। মা ও পুত্রসন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন শুভজিৎ। এরপরেই শুভজিৎ এর কমেন্ট বক্স উপচে পড়ছে শুভেচ্ছাবার্তায়। মানালি (manali dey) অনেকগুলি আনন্দের ইমোজি দিয়ে লিখেছেন ‘কী মজা! পরিচালক রিঙ্গো ব্যানার্জী (Ringo Banerjee) শুভজিৎ ও প্রিয়মকে শুভেচ্ছা জানিয়েছেন। সব‍্যসাচী চৌধুরী (sabyasachi chowdhury), রূপাঞ্জনা মৈত্র (Rupanjana moitra), সৈরিতি ব্যানার্জী (sairiti Banerjee) রা নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। আগে প্রিয়মের বেবিবাম্পের ছবি শেয়ার করে শুভজিৎ সকলের আশীর্বাদ চেয়েছিলেন। বহু বছর ধরে লিভ-ইন সম্পর্কে থাকার পর 2019 সালে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন প্রিয়ম ও শুভজিৎ।

আরও পড়ুন -  Healthy Teeth: খাবারের সঙ্গে দাঁতের সুস্বাস্থ্যে রাখতে কি করবেন ?

এই মুহূর্তে প্রিয়ম জনপ্রিয় সিরিয়াল ‘মিঠাই’ এ অভিনয় করছেন। ‘বেদের মেয়ে জ‍্যোৎস্না ধারাবাহিকেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এছাড়াও কিছু জনপ্রিয় টিভি সিরিজেও অভিনয় করেছেন প্রিয়ম। ‘ধ্রুবতারা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শুভজিৎও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন।

আরও পড়ুন -  Train Accident In Mainaguri: ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ময়নাগুড়িতে, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে