অন্তরঙ্গ ছবি পোস্ট করে জানালেন, নোবেল তার হবু বর !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিতর্ক ছাড়ছে না কন্ঠশিল্পী নোবেলের। কিছুদিন আগে কণ্ঠশিল্পী ফেসবুকের মাধ্যমে উৎফুল্ল হয়ে ঘোষণা করেন তিনি বাবা হতে যাচ্ছেন। তার কয়েকদিন পর তার স্ত্রী সালসাবিল দাবি করেন, তিনি অন্তঃসত্ত্বা নন। স্ত্রীর বিরুদ্ধে ভ্রুণ হত্যার সন্দেহ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন নোবেল। তার দাম্পত্যজীবন যে ভালো যাচ্ছে না স্ট্যাটাসে স্পষ্ট হয়ে ওঠে। এ নিয়ে নেটিজেনরা সমালোচনায় মেতে ওঠেন।

ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার ‘মিলা চৌধুরী’ নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়েছে, নোবেল আবার বিয়ে করছেন। ওই আইডি থেকে নোবেলের সঙ্গে তোলা একটি ঘনিষ্ঠ ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবশেষে বুঝি পরিচয় পেতে চলছে তোমার আমার দীর্ঘ পথচলা, দেড় বছর রিলেশনের পর আজ সেই দিন , সে বিয়েতে রাজি। সবাই আমাদের জন্য পারথনা করবেন প্লিজ।’

আরও পড়ুন -  কাঁচা কাঁঠালের এঁচোড়ে চিংড়ির রেসিপি: সহজ এবং স্বাদে ভরা!

ছবি যে নোবেলের অনুমতি নিয়ে পোস্ট করা সে কথাও স্ট্যাটাসে উল্লেখ রয়েছে। এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নোবেল-চর্চা। অনেকেরই প্রশ্ন, কে এই মিলা চৌধুরী?

বুধবার (৭ জুলাই) দুপুরে নোবেল দাবি করেন, এসব মিথ্যা। তবে মিলা নামে তার বান্ধবী আছে স্বীকার করে নোবেল বলেন, ‘মিলা জামাল নামে আমার এক বান্ধবী আছে। ও থাকে নারায়ণগঞ্জ। এসব কথা বলার মতো মেয়ে ও না।’

আরও পড়ুন -  Bappi Lahiri: এই কঠিন রোগের কারণে প্রয়াত হলেন বাপ্পি লাহিড়ী

নোবেল বলেন, ‘‘যে ছবির বিষয়ে বলছেন, এই ছবি আমিও দেখেছি। মিলাকে ফোন করেছিলাম। মিলা বলল, ‘আমিও দেখেছি। ছবিটি আমি আমার কয়েকজন বন্ধুকে পাঠিয়েছিলাম। তাদের মধ্যে কেউ হয়তো ছবিটা ব্যবহার করে অপপ্রচার করছে।’’

মিলা তার কোন বন্ধুকে ছবিটি পাঠিয়েছে সঠিক বলতে পারেননি নোবেল। ঘনিষ্ঠ এই ছবির বিষয়ে নোবেল বলেন, ‘যে ছবি নিয়ে কথা হচ্ছে, এ ছবি এডিট করা না। এটি আমরাই তুলেছিলাম।’ তবে এই ছবিকে ঘিরে অন্তর্জালে ভেসে বেড়ানো বক্তব্যের কোনো সত্যতা নেই বলে জানান তরুণ এই পপশিল্পী।

আরও পড়ুন -  Facebook Meta: কর্মী ছাঁটাইয়ের পথে ফেসবুক, টুইটারের পরে মেটা!

‘মিলার সঙ্গে বন্ধুত্বের বাইরে আমার কোনো সম্পর্ক নাই। ওদের বাসায় আমার যাতায়াত আছে। মিলার বাবা-মা আমার পরিচিত। ওর বাবা-মায়ের সঙ্গেও আমার ভালো সম্পর্ক। মিলার সঙ্গে বিয়ের বিষয়ে কোনো কথা হয়নি। আমি তো বিবাহিত।’