অভিশাপ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

অভিশাপ

তুমি ভুলে গেছ আমাদের রোদেলা খেতের আলপথ।
ভাত ছিল না, তবে গার্হস্থ্যে অনাস্থা ছিলনা কোনো।
এখনো সন্তানসুখ লেগে আছে বাঁ বুকে,
কলমীর শাকের আঁটি বাঁধা আছে পাড়ে।

আরও পড়ুন -  Jasprit Bumrah: বল করা শুরু করলেন জসপ্রিত বুমরাহ, ভারতীয় শিবিরে খুশির খবর

বিগত সময়ে তোমাকে দিইনি সেভাবে কিছুই,
হয়ত চাইলে আরো কিছু দেওয়া যেত।
তুমি সত্যি বলেছিলে। মন থেকে চাইতে হয়,
তাহলেই মেয়েরা অন্নপূর্ণা হয়ে যায় মাতৃ-গন্ধ মেখে।

আরও পড়ুন -  ঐতিহাসিক সেই শোকার্ত দিনটিকে ভুলিয়ে দিতেই তৃণমূল এই দিনে খেলা দিবস পালন করতে চাইছে, এর প্রতিবাদে মিছিল

আবার ফিরে এলে শুধরে নেব সব ভুল, পুরোনো নাম নিয়ে যদি কখনো আবার ডাক,
হাতখানি হাতের উপর রাখ।
বুঝতে পারবে মেয়েরা কিভাবে জন্মাতে পারে প্রিয় প্রেমিকের খোঁজ করে।

আরও পড়ুন -  স্বয়ম্বর

বৃক্ষ-শিকড় বাড়িয়ে দিও প্রিয়। এজন্মে মাটি হব, যেমন বুক ফাটিয়ে কিশলয় জন্মায়।
‘পাষাণী, চৌচির হয়ে যা’ – গতজন্মে তুমিই তো অভিশাপ দিয়েছিলে আমায়।

রোসমেরী উইলসন। লেখিকা।