বাঁচার অহঙ্কার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইনঃ

বাঁচার অহঙ্কার 

টুপটাপ, টুপটাপ

বৃষ্টির হৃৎপিণ্ডের ধুকপুকানি
বুকে মাথা রেখে শুনছে গ্রাম।

মেঘের ওজনে কতটা ঝুঁকে পড়েছে আকাশ
চিৎ সাঁতার কাটতে কাটতে মাপছে সবুজ।

ছেঁড়া ছাউনি নিউমোনিয়ায় আক্রান্ত
তবুও কপালে জলপট্টি দিয়ে উনুনে খিদে চড়িয়েছে।

আরও পড়ুন -  জলপথ সীমান্তে বিশেষ নজরদারী অভিযান শুরু করলো পুলিশ প্রশাসন

মোড়ে চায়ের দোকান
নদীর গর্জন শুনে আওড়াতে ভুলে গেছে চায়ের সংলাপ

একসময় জল একনলা যাপন গালে পোরে
চিবোয়, থু করে ফেলে দেয় ছিবড়ে।

যেখানে সেলফিরা নেতাকে চেনায়
ভোট আসে-যায়, হাতজোড়ের মাঝে গলে ভোটার।

টুপটাপ,টুপটাপ,
মানুষের যাপন ঝরে
খবরের শিরোনাম লেখে “বাঁচার অহংকার”।

আরও পড়ুন -  Qatar World Cup-2022: ব্রাজিলের শুরু জয় দিয়ে
জ্যোৎস্না রহমান। লেখিকা।

সামান্য একজন গৃহিণী। পড়তে ভালোবাসি। লেখাটা শখ। আমার প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ ‘মন পেরোলেই ঘর ‘ আর ‘মেঘলা নালিশ’ পাঠক সমাজে সমাদৃত হয়েছে। এছাড়া অভিজান থেকে প্রকাশিত হতে চলেছে তৃতীয় কাব্যগ্রন্থ ‘আগুনের স্বরলিপি।’ কবিতা লেখা ছাড়া গল্পও লিখি। আমার লেখা গল্প ‘ কৃত্রিম বেলি’ নিয়ে স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মিত হয়েছে। এটির জন্য ডিজিটাল ওয়ান্ডারল্যান্ড আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে আমি বেস্ট স্টোরি রাইটারের এ্যাওয়ার্ড পাই। এছাড়া আমার লেখা বহু পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন -  স্মৃতির সাভার ( শ্রদ্ধেয় সেলিম আলদীন )